অনন্যা চক্রবর্তীর পথ চলা শুরু হয় ‘সারেগামাপা’য়ের হাত ধরে। এই রিয়েলিটি শোয়ের খেতাব জেতা না হলেও তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাঁকে হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চেও দেখা যায়। সেখানেও তিনি জাতীয় স্তরের শিল্পীদের সান্নিধ্য পান, পান পরিচিতিও। ফলে এখন দেশ জোড়া তাঁর খ্যাতি। একাধিক তাবড় তাবড় গায়কদের সঙ্গে কাজ করছেন তিনি এখন। হিন্দি একটি ছবিতে গানও গেয়ে ফেলেছেন, যদিও সেই গান ছবিতে ব্যবহৃত হয়নি কোনও কারণে। এ হেন গায়িকার বহু ফলোয়ার ইনস্টা-ফেসবুকে। তিনিও সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাক্টিভ থাকেন। কাজের খবর থেকে নিজের সাজ, হেয়ার স্টাইল সব বিষয়েই পোস্ট করেন। বাদ দেন না আরও একটি জিনিস। প্রেমের খবর আপডেট দিতে।
হ্যাঁ, এই ভরা গরমেও অনন্যার জীবনে বসন্তের ছোঁয়া লেগেছে। প্রেমে পড়েছেন গায়িকা। আর তাই তো মাঝে মধ্যেই তাঁকে ইদানিং তাঁর 'হৃদয়ের মালিক' এর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।
কখনও মুম্বইতে কখনও আবার কলকাতার ইতিউতি তাঁদের একত্রে দেখা যাচ্ছে। রোম্যান্টিক ছবি পোস্ট করে দিচ্ছেন নজরকাড়া মিষ্টি সব ক্যাপশন। কিন্তু তাঁর প্রেমিকটি কে? ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে তাঁর নাম বিশাল সিং। পেশায় অ্যাথলিট। সঙ্গে ফিটনেস ফ্রিকও বটে। তাঁর গোটা ইনস্টাগ্রাম জুড়ে কেবল জিম এবং শরীর চর্চার ছবিতে ভরপুর। তাঁরও প্রচুর ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ায়।
এখন ভালোবাসার মরশুম চলছে অনন্যার। তাই তো কখনও গাড়ির মধ্যে কাছাকাছি থাকতে দেখা যায় তাঁদের। কখনও আবার কলকাতার বিখ্যাত প্রিন্সেপ ঘাটে প্রেম করতে দেখা যায়। বাদ দেন না ঘরোয়া আড্ডাও। একে অন্যের সঙ্গে ছবি শেয়ার করে কখনও লেখেন, 'চলো পাগলামি করি একসঙ্গে ভালো থাকি', কখনও আবার কোনও গানের লাইন কোট করে ছবি পোস্ট করেন। প্রেম নিয়ে কোনও রাখঢাক নেই তাঁদের। বরং খুল্লামখুল্লা ভাবেই মনের কথা ব্যক্ত করলেন তাঁরা।