বাংলা নিউজ > বায়োস্কোপ > Ananya Chakraborty: ভরা গ্রীষ্মে বসন্তের ছোঁয়া অনন্যার জীবনে, চুটিয়ে প্রেম করছেন এই খেলোয়াড়ের সঙ্গে

Ananya Chakraborty: ভরা গ্রীষ্মে বসন্তের ছোঁয়া অনন্যার জীবনে, চুটিয়ে প্রেম করছেন এই খেলোয়াড়ের সঙ্গে

বসন্তের ছোঁয়া অনন্যার জীবনে

Ananya Chakraborty: 'সারেগামাপা' খ্যাত অনন্যা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। কাজ থেকে নিজের সাজের বিষয়ে নানা জিনিস হামেশাই আপডেট করেন। সঙ্গে আরও একটি জিনিসও। প্রেমিকের ছবি।

অনন্যা চক্রবর্তীর পথ চলা শুরু হয় ‘সারেগামাপা’য়ের হাত ধরে। এই রিয়েলিটি শোয়ের খেতাব জেতা না হলেও তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তাঁকে হিন্দি ‘সারেগামাপা’র মঞ্চেও দেখা যায়। সেখানেও তিনি জাতীয় স্তরের শিল্পীদের সান্নিধ্য পান, পান পরিচিতিও। ফলে এখন দেশ জোড়া তাঁর খ্যাতি। একাধিক তাবড় তাবড় গায়কদের সঙ্গে কাজ করছেন তিনি এখন। হিন্দি একটি ছবিতে গানও গেয়ে ফেলেছেন, যদিও সেই গান ছবিতে ব্যবহৃত হয়নি কোনও কারণে। এ হেন গায়িকার বহু ফলোয়ার ইনস্টা-ফেসবুকে। তিনিও সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাক্টিভ থাকেন। কাজের খবর থেকে নিজের সাজ, হেয়ার স্টাইল সব বিষয়েই পোস্ট করেন। বাদ দেন না আরও একটি জিনিস। প্রেমের খবর আপডেট দিতে।

হ্যাঁ, এই ভরা গরমেও অনন্যার জীবনে বসন্তের ছোঁয়া লেগেছে। প্রেমে পড়েছেন গায়িকা। আর তাই তো মাঝে মধ্যেই তাঁকে ইদানিং তাঁর 'হৃদয়ের মালিক' এর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।

কখনও মুম্বইতে কখনও আবার কলকাতার ইতিউতি তাঁদের একত্রে দেখা যাচ্ছে। রোম্যান্টিক ছবি পোস্ট করে দিচ্ছেন নজরকাড়া মিষ্টি সব ক্যাপশন। কিন্তু তাঁর প্রেমিকটি কে? ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে তাঁর নাম বিশাল সিং। পেশায় অ্যাথলিট। সঙ্গে ফিটনেস ফ্রিকও বটে। তাঁর গোটা ইনস্টাগ্রাম জুড়ে কেবল জিম এবং শরীর চর্চার ছবিতে ভরপুর। তাঁরও প্রচুর ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ায়।

এখন ভালোবাসার মরশুম চলছে অনন্যার। তাই তো কখনও গাড়ির মধ্যে কাছাকাছি থাকতে দেখা যায় তাঁদের। কখনও আবার কলকাতার বিখ্যাত প্রিন্সেপ ঘাটে প্রেম করতে দেখা যায়। বাদ দেন না ঘরোয়া আড্ডাও। একে অন্যের সঙ্গে ছবি শেয়ার করে কখনও লেখেন, 'চলো পাগলামি করি একসঙ্গে ভালো থাকি', কখনও আবার কোনও গানের লাইন কোট করে ছবি পোস্ট করেন। প্রেম নিয়ে কোনও রাখঢাক নেই তাঁদের। বরং খুল্লামখুল্লা ভাবেই মনের কথা ব্যক্ত করলেন তাঁরা।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.