সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বহু পর্যটক ঘুরতে গিয়ে এখনও আটকে আছেন পাহাড়ে। ৮ সেনা সহ ৫৫জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। পড়শি রাজ্যে আটকে থাকা পরিজনদের চিন্তায় সমতলের মানুষেরও ঘুম উড়েছে। মাকে নিয়ে সিকিমে ঘুরতে গিয়েছিল বাংলার মেয়ে, সারেগামাপা-খ্যাত অনন্যা চক্রবর্তীও।
অনেকেই চিন্তা করছিলেন অনন্যার জন্য। নিজের ভালো থাকার খবর দিলেন গায়িকা। ফেসবুকে লিখলেন, ‘আমি সিকিমে আছি, কিন্তু নিরাপদ আছি। হটাৎ করেই প্ল্যান করে মাকে নিয়ে সিকিম চলে আসি, সেদিন রাতেই তিস্তার বন্যা হয়। যেহেতু আমি ওয়েস্ট সিকিম অর্থাৎ পেলিংয়ে রয়েছি, তাই এখানকার রাস্তা দু'-এক জায়গায় ধস নামা চড়া তেমন কিছু ক্ষতি হয়নি। তবে গতকাল অনবরত বৃষ্টি হয়েছে, আজ আকাশ একদম পরিষ্কার।’ আরও পড়ুন: ‘কেন যে এরকম বিচ্ছিরি গান বানাল!’, এআর রহমানের ‘চিগি উইগি’-র বদনাম সোনু নিগমের
সঙ্গে জানান, ‘আমরা দার্জিলিং-এর উদ্দেশে রওনা হচ্ছি, সেখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট। অনেক মানুষ গতকাল থেকে খুব চিন্তিত হয়ে আমায় মেসেজ করছেন, কল করে খবর নিচ্ছেন, তাই এখানেই বিস্তারিত জানিয়ে রাখলাম। ধন্যবাদ।’
অনন্যা যারা সিকিমে আটকে আছেন এখনও তাঁদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আরও লেখেন, ‘গ্যাংটক, লাচেন, লাচুংয়ে আটকে পড়া মানুষদের সাহস আর ভালোবাসা পাঠাচ্ছি। চিন্তা কোরো না কেউ। মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিয়ো। মা দুর্গা সকলকে রক্ষা করুন’। আরও পড়ুন: ‘কোনও তুলনাই নেই…’! জামাই সৌরভ না বৌমা ডোনা, কে বেশি ভালো? অবাক করা জবাব দাদার
এই পোস্ট অবশ্য দু' দিনের পুরনো। পরে দার্জিলিং পৌঁছেও সেখান থেকে কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অনন্যা।
বাংলা সারেগামাপা-র সঙ্গে জাতীয় স্তরে হিন্দি সারেগামাপা-তেও নিজের গায়িকি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন অনন্যা। বর্তমানে মুম্বইতেই থাকেন বেশিরভাগ সময়। দেশ-বিদেশে করেন লাইভ শো। ছোট থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। জি টিভি সারেগামাপা ২০২১-এর ফাইনালে পৌঁছলেও ট্রফি জেতা হয়নি অনন্যার।
সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় অনন্যা। রোজকার জীবনের টুকটাক আপডেট শেয়ার করে নেন সকলের সঙ্গে। সেখান থেকেই খোলসা হয়েছিল অভিনেত্রীর প্রেমের। গায়িকার ভালোবাসার মানুষের নাম বিশাল সিং। পেশায় অ্যাথলিট। সঙ্গে ফিটনেস ফ্রিক। তাঁর গোটা ইনস্টাগ্রাম জুড়ে কেবল জিম এবং শরীর চর্চার ছবিতে ভরপুর। তাঁরও প্রচুর ফলোয়ার্স সোশ্যাল মিডিয়ায়।