স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে পা রেখেছেন অনন্যা গুহ। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ ‘কৃষ্ণকলি’র মুন্নী। নিজের প্রেমজীবন নিয়েও খোলামেলা ‘মিঠাই’-এর পিঙ্কি ভাবি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা। প্রেমিকের সঙ্গে হামেশাই আদুরে ছবি-ভিডিয়ো পোস্ট করে থাকেন।
নিন্দকরা সুযোগ পেলেই কটাক্ষ করতে ছাড়েন না অনন্যাকে। তাঁর বোল্ড পোশাক দেখেও নীতি পুলিশরা কটূ মন্তব্য করতে ছাড়েন না। কিন্তু অনন্যা বরাবরই আনকাট। এবার বয়ফ্রেন্ডকে নিয়ে কটূক্তির কড়া জবাব দিলেন অভিনেত্রী। সুকান্তকে ‘চরিত্রহীন’ বলে কটাক্ষ করায় নেটিজেনকে ধুয়ে দিলেন নায়িকা।
সম্প্রতি ইনস্টায় সুকান্তকে নিয়ে একটি মজার রিল ভিডিয়ো পোস্ট করেছেন অনন্যা। তার কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন- ‘সুকান্ত তো পল্লবীর (অভিনেত্রী পল্লবী মুখোপাধ্য়ায়) সঙ্গে এক বিছানায় ঘুমোয়। অনন্য়া তাও এই ক্যারেকটারলেসকে ভালো লাগে?’ এ হেন ট্রোলের কড়া জবাব দিলেন দুজনেই। অনন্যা লেখেন- ‘এ বাবা তুমি তোমার বাবা-মা বা ভাই-বোনের সঙ্গে এক বিছানায় ঘুমাও না। তুমি বড্ড একা। ভালো থেকো, কষ্ট পেও না’। তাতেও দমে সেই সেই ট্রোলার। পালটা লেখে-'তোমায় ভালোবাসলে কারুর দিকে তাকাতো না'। ধৈর্য্যের বাঁধ ভাঙে অনন্যার। তিনি লেখেন- ‘অন্ধ নাকি আমার পোষা কুকুর?’
কটাক্ষের জবাবে মুখ খুলেছেন সুকান্তও। তিনি বলেন, ‘একজন ছেলে আর মেয়ের মধ্যে কি একটাই সম্পর্ক হয়? আপনার কোনও ভাই নেই? না ভাইয়ের দিকে আপনি অন্য দৃষ্টিতে তাকান, প্রথমে নিজের ভাবনা-চিন্তা পরিষ্কার করুন’।
ট্রোলের শেষ এখানেই নয়, একজন সুকান্তকে ‘মেয়ে’ বলে ট্রোল করলেও অনন্যা জানতে চান, ‘ও মেয়ে তা তুমি কী করে জানলে শুনি?’ সুকান্ত তাঁর কত নম্বর প্রেমিক? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী লেখেন-'1087554357889999965433'।
অনন্যার পোস্ট করা ওই রিল ভিডিয়োয় অভিনেত্রী প্রেমিকের কাছে জানতে চান- ‘India is In Dia, তাহলে ইন্ডিয়ার আউটসাইডে কী?' অনন্যার গুগলির জবাব দিতে ব্যর্থ হন সুকান্ত। সঠিক জবাব শুনেও প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি তিনি। অনন্যার বলা ধাঁধার সঠিক জবাব, ‘আউট-দিয়া’।
চলতি বছরের গোড়া থেকেই অনন্যা-সুকান্তর প্রেমের গুঞ্জন রটেছিল টেলিপাড়ায়। দুজনের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশাই নজর কাড়ত, অবশেষে জুলাই মাসে তাঁরা প্রকাশ্যে আনেন নিজেদের সম্পর্কের সমীকরণ। যদিও পরে অনন্যা জানান গতবছর অক্টোবর থেকে প্রেম করছেন তাঁরা। অভিনয়, প্রেম এবং পড়াশোনা—সবটাই সমানতালে সামলাচ্ছেন অনন্যা গুহ।