বলিউডে এবার আত্মপ্রকাশ করতে চলেছেন নতুন পান্ডে! করণ জোহর লঞ্চ করেছিলেন চানকি কন্যা অনন্যাকে। আর অনন্যার কাজিন আহানকে লঞ্চ করছে বি-টাউনের অপর চর্চিত প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মস। হ্য়াঁ, রানির বর, আদিত্য চোপড়ার নতুন ছবির হিরো অনন্যার কাকার ছেলে আহান পান্ডে।
বলিপাড়া সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই আদিত্য চোপড়ার শাগরেদ আহান। অভিনয়ের তালিম নিচ্ছেন গত চার-পাঁচ বছর ধরে। এবার পরিচালক মোহিত সুরির নতুন রোম্যান্টিক কমেডির হিরো হবেন আহান পান্ডে (Ahaan Pandey)। পাঁচ বছর আগেই যশরাজ ট্যালেন্ট এজেন্সির সঙ্গে যুক্ত হন আহান। সেইসময় থেকেই আদিত্যর গাইডেন্সে রয়েছেন তিনি। এই এজেন্সির হাত ধরেই উঠে এসেছেন রণবীর সিং, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা, ভূমি পেদনেকররা। আরও পড়ুন-শাহিদ-কৃতীর সেক্স সিনে সেন্সরের কাঁচি! ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-য় আর কী বদল?
অন্দরের এক সূত্র জানাচ্ছে, ‘গত কয়েক বছর ধরেই আদিত্য চোপড়া ব্যক্তিগতভাবে আহানকে ট্রেন করছেন। নিজের শিল্পকে যেন আরও ক্ষুরধার করতে পারে আহান, সেইদিকেই নজর আদিত্যর। আহানকে ভবিষ্যতের তারকা হিসাবেই দেখছে যশরাজ। তাই আহানের লঞ্চ নিয়ে আদিত্য নিজেই ভীষণ উত্তেজিত। মোহিত সুরির প্রেমের গল্পে দেখা যাবে আহানকে’।
আরও জানা গিয়েছে, আহানকে বাজিয়ে দেখতে কোনও সুযোগ হাতছাড়া করেননি মোহিত। আশিকি ২, এক ভিলেন খ্যাত পরিচালক সবরকমভাবে আহানের পরীক্ষা নিয়েছেন। রোম্য়ান্টিক হিরো হিসাবেই হ্যান্ডসাম আহানকে তুলে ধরতে চায় যশরাজ। যে ব্যানারের হাত ধরে ‘কিং অফ রোম্যান্স’-এর উত্থান। নিউ এজ প্রেমের গল্প বলবে এই ছবি। মোহিত সুরি নিজের ছবির জন্য এক নতুন মুখ খুঁজছেন, যার মধ্যে সুপারস্টার হওয়ার কোয়ালিটি রয়েছে। সেই সব গুণ আহানের মধ্যে রয়েছে বিশ্বাস আদিত্য় চোপড়ার।
চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শরদ পান্ডে এবং স্ত্রী ডিন পান্ডের ছেলে আহান। তাঁর বোন আলানা ইন্টারনেট সেনসেশন। গত বছর মার্চেই বিদেশি প্রেমিককে বিয়ে করেন আলানা। তাঁর বিয়ের আসরে জমিয়ে নেচেছিলেন আহান, তাঁর নাচ মুগ্ধ হয়ে দেখেছিলেন শাহরুখ। বাহবা জানাতেও ভোলেননি আহানকে। আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু আহান। সুহানার সঙ্গেও রয়েছে সখ্যতা।
জানা যাচ্ছে, মোহিত সুরি পরিচালিত এই প্রেমের ছবি প্রযোজনা করবেন যশরাজের সিইও অক্ষয় ওয়াধানি এবং আদিত্য চোপড়া। চলতি বছরের শেষের দিকেই ফ্লোরে যাবে এই ছবি।