বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এত অহংকার’! মুম্বই এয়ারপোর্টে কার সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করলেন অনুষ্কা শর্মা?

‘এত অহংকার’! মুম্বই এয়ারপোর্টে কার সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করলেন অনুষ্কা শর্মা?

ভামিকাকে নিয়ে ফের পাপারাৎজিদের সঙ্গে বচসায় জড়ালেন অনুষ্কা শর্মা। 

মেয়েকে নিয়ে ফের মিডিয়ার সঙ্গে বচসায় জড়ালেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। পাপারাৎজির সঙ্গে বেশ রুক্ষ্মভাবেই কথা বলেন অভিনেত্রী। যা দেখে বিরক্ত নেট-নাগরিকদের বড় একটা অংশ। 

এতদিন ধরে ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুট করছিলেন অনুষ্কা শর্মা ইংল্যান্ডে। প্রায় মাসখানেকের শিডিউল ছিল তাঁর, মেয়ে ভামিকাকে নিয়ে সেখানেই ছিলেন তিনি। এয়ারপোর্টে বউকে আনতেও গিয়েছিলেন বিরাট কোহলি। তবে সেখানেই উপস্থিত পাপারাৎজিদের সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করে ফেলেন অনুষ্কা। যা দেখে বেশ চটে গিয়েছে নেট-নাগরিকরা।

একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে উপস্থিত অনুষ্কা আর বিরাটের ছবি তুলছিল মিডিয়া। আর তখনই একমুহূর্তে অভিনেত্রী ভাবেন তাঁর কোলে থাকা ভামিকার ফোটো তুলে নিয়েছে এক পাপারাৎজি। আর তাতে প্রায় চিৎকার করেই অনুষ্কাকে প্রশ্ন করতে শোনা যায়, সে কী করছে? কার ফোটো নিচ্ছে। আর তাতে ওই ক্যামেরাপার্সন বেশ ভালো করেই জবাব দেন, সে ভামিকার ফোটো নিচ্ছে না।

আর অভিনেত্রীর এরকম ব্যবহারেই চটেছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘এর অহংকার একটু বেশিই হয়ে গিয়েছে। এই অহংকার এবার কমাতে হবে।’ অপরজন লিখলেন, ‘আরে মেয়ের ছবি তো একদিন না একদিন বাইরে আসবেই। তার জন্য একটা মানুষকে অপমান করার কী আছে?’ অন্যজন লিখলেন, ‘এই ন্যাকামোটা এবার বেশিই হয়ে যাচ্ছে।’

তবে এটাই প্রথম নয়, এর আগেও এমনটা করেছেন অনুষ্কা শর্মা আর বিরাট কোহলি। মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফেরার সময় অনুষ্কা এবং বিরাট কোহলির সঙ্গে বিমানবন্দরে লেন্সবন্দি করা হয় তাঁদের একরত্তিকে। এর পরেই অনুমতি না নিয়ে সেই ছবি পোস্ট করেও দেওয়া হয়। তখনও ভর্ৎসনা করেছিলেন তাঁরা সেই মিডিয়া হাউজকে। এর আগে জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে অনুষ্কা শর্মার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। অর্ধশত রান হওয়ার পরেই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। আর ঠিক তখনি ক্যামেরা ধরে ফেলে বহু দিন ধরে সযত্নে আড়ালে রাখা ভমিকাকে। ঝড়ের বেগে ছড়িয়ে পরে বিরুষ্কার সন্তানের ছবি। এর পরেই এক বিবৃতি প্রকাশ করে দু'জনে অনুরোধ করেন, তাঁদের মেয়ের ছবি প্রকাশ্যে না আনতে। জানিয়েছিলেন, তাঁরা পুরো ঘটনাটি সম্পর্কে অবহিত ছিলেন না।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

ব্যারাকপুরে দাউ দাউ করে জ্বলে গেল বিরিয়ানির দোকান, পাশেই সিনেমা হল ৬ বার ছুরির কোপ! হাসিমুখে বাড়ি ফিরলেন,সইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা এত তাড়াহুড়ো কীসের? আসফাকউল্লার বিরুদ্ধে তদন্তে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের ‘আমার মেয়ে…’! প্রেমে ‘না’, কার মা-বাবা হিসেবে নিজেদের ঘোষণা করলেন তথাগত-বিবৃতি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ, গ্রেফতার হল এক বাংলাদেশি ‘পুরুষের সাফল্যকে…’, দেবের সঙ্গে তাঁর বিচ্ছেদ কি সম্ভব? মুখ খুললেন রুক্মিণীর বুদ্ধদেবের শরণে সিপিএম, জনতার বিশ্বাস ফিরে পেতে মরিয়া বামেরা আসানসোলে মাটি চাপা পড়ে মৃত তিনজন শ্রমিক, জলের পাইপলাইনের কাজের সময় বিপদ Clip: নজর কোথায়? পাশে বসা বেজোসের বান্ধবীর দিকে জাকারবার্গের 'কুরুচিকর' চাউনি? সত্যজিতের মনে প্রেমের আগুন! সারেগামাপা-র মঞ্চে হাজির প্রেমিকা, জমিয়ে নাচ যুগলের

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.