বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Filmfare: ফিল্মফেয়ারে পাত্তা পেল না জওয়ান-পাঠান! গড়াপেটার অভিযোগ শাহরুখ ভক্তদের, ট্রোল রণবীরকে

Shah Rukh Khan-Filmfare: ফিল্মফেয়ারে পাত্তা পেল না জওয়ান-পাঠান! গড়াপেটার অভিযোগ শাহরুখ ভক্তদের, ট্রোল রণবীরকে

ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা 

Filmfare Awards 2024: বছরের সবচেয়ে বড় হিট তাঁর ঝুলিতে। ব্যাক টু ব্যাক ১০০০ কোটির ছবির নায়ক তিনি, তবুও ফিল্মফেয়ারের মঞ্চে পাত্তা পেলেন না শাহরুখ। ক্ষুব্ধ, হতাশ ভক্তদের রোশের মুখে রণবীর! 

একটা সময় শাহরুখ খানকে ট্রোল করে নিন্দকরা বলতেন- ‘শাহরুখের বাড়ির নীচ দিয়ে ফিল্মফেয়ারের এক্সট্রা সুড়ঙ্গ আছে’। নায়কের ঘরে সাজানো অজস্র ব্ল্যাক লেডি, অথচ কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার উপহার দেওয়ার পরেও সেরার পুরস্কার হাতছাড়া হল শাহরুখ খানের। রবিবার রাতে ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নাইটে সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন রণবীর কাপুর।

‘অ্যানিম্যাল’ নিয়ে বিতর্কের শেষ নেই। ছবিতে দেখানো উগ্র পৌরুষ, অতিরিক্ত হিংসা নিয়ে সমালোচনার ঝড় চারিদিকে, তবুও বলিউডের অস্কার নামে পরিচিত ফিল্মফেয়ারের মঞ্চে রণবীরের হাতে পুরস্কার দেখে চটে লাল শাহরুখ ভক্তরা। গড়াপেটার অভিযোগ এনে কর্তৃপক্ষকে তুলোধনা শুরু করেছে বাদশার জবরা ফ্যানেরা।

বক্স অফিসের রিপোর্ট বলছে ২০২৩-এ দেশের সবচেয়ে বড় হিট ছবি ‘জওয়ান’। দু-নম্বরে রয়েছে শাহরুখের ‘পাঠান’। দুটি ছবি মিলিয়ে ২,৬৬০ কোটি টাকার ব্যাবসা দিয়েছে শাহরুখ। কিন্তু পাঠান ছবির জন্য মনোনয়নও কপালে জোটেনি শাহরুখের। চলতিবার ফিল্মফেয়ারে জোড়া নমিনেশন পেয়েছিলেন কিং খান, তবে সেটা অ্যাটলির জওয়ান এবং রাজকুমার হিরানির ডাঙ্কির জন্য। অনেকেই ভেবেছিলেন শাহরুখ খানের হাতেই উঠবে ব্ল্যাক লেডি, কিন্তু সেই আশায় জল ঢেলে দেন রণবীর।

এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিচ্ছেন শাহরুখ ভক্তরা। একজন লেখেন, ‘যদি জওয়ানের জন্য শাহরুখ সেরা অভিনেতা না হন, তাহলে জানি না অন্য কে যোগ্য। তবে এইসব ফালতু অ্যাওয়ার্ড শো-এর চেয়ে শাহরুখ অনেক বড়মাপের তারকা’।

অপর একজন লেখেন, ‘একটা বাড়তি কালো স্ট্যাচু নিয়ে আর কী করবে শাহরুখ! ওঁনার সাফল্য একটা পুরস্কার মাপতে পারে না’। অনেকেই শাহরুখের পুরোনো বক্তব্য টেনেও সপাট জবাব দিচ্ছেন। কফি উইথ করণের আসরে অ্যাওয়ার্ড না পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বাদশা জানিয়েছিলেন, ‘পুরস্কার আমার যোগ্য নয়’। ভাইরাল সেই মন্তব্য়।

অনেক  শাহরুখ ভক্ত আক্রমণ করেন রণবীর কাপুর ও অ্যানিম্যালকে। ছবিতে দেখানো হিংসা, যৌনতা ও উগ্র পুরুষকে টেনে কটূ মন্তব্য করা হয় নায়ককে। শুধু শাহরুখের পুরস্কার হাতছাড়া হয়েছে তেমনটা নয়। অভিনেতার কোনও ছবিই সেভাবে ফিল্মফেয়ারের মঞ্চে সমাদৃত হয়নি। শুধুমাত্র সেরা অ্যাকশন ও ভিএফএক্সের পুরস্কার জিতেছে জওয়ান। পাঠান ও ডাঙ্কির ঝুলিতে একটি করে অ্যাওয়ার্ড। পার্শ্ব গায়িকার পুরস্কার জিতেছেন শিল্পা রাও (বেশরম রং, পাঠান)। সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন ভিকি কৌশল (ডাঙ্কি)। 

২০১১ সালে শেষবার ব্ল্যাক লেডি হাতে এসেছিল শাহরুখের। ১৩ বছর আগে মাই নেম ইজ খানের জন্য সম্মানিত হয়েছিলেন সুপারস্টার। এর আগে চক দে! ইন্ডিয়া, স্বদেশ, মহব্বতেঁ, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লেযাঙ্গে, কভি হাঁ কভি না এবং বাজিগরের জন্য সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন শাহরুখ। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.