বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukerji-Anil Kapoor-Madhuri Dixit: রাতে হঠাৎই একফ্রেমে রানি-অনিল-মাধুরী, ব্যাপারটা কী?

Rani Mukerji-Anil Kapoor-Madhuri Dixit: রাতে হঠাৎই একফ্রেমে রানি-অনিল-মাধুরী, ব্যাপারটা কী?

মাধুরী-রানি-অনিল

অনিল লিখেছেন, ‘গত রাতে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে দেখতে গিয়েছিলাম। সুন্দর একটা অভিজ্ঞতা হল। এটা সহজেই বলা যায় যে এটা রানির সেরা পারফরম্যান্স। এই ছবি অন্তত তেমনটাই বলছে! গল্পটি ভীষণ সুন্দর এবং মর্মস্পর্শী, তবে রানির অভিনয় এটিকে আরও অসাধারণ করেছে।’

রানি মুখোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে অনিল কাপুর ও সুনীতা কাপুর। সঙ্গে দেখা গেল মাধুরী দীক্ষিতকেও। ব্যাপারটা কী? জানা গেল, রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখার জন্য গিয়েছিলেন তাঁরা। শুধু ছবি দেখাই নয়, রানির ছবির একটা ছোট্ট রিভিউ পোস্টও করেছেন অনিল।

অনিল লিখেছেন, ‘গত রাতে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে দেখতে গিয়েছিলাম। সুন্দর একটা অভিজ্ঞতা হল। এটা সহজেই বলা যায় যে এটা রানির সেরা পারফরম্যান্স। এই ছবি অন্তত তেমনটাই বলছে! গল্পটি ভীষণ সুন্দর এবং মর্মস্পর্শী, তবে রানির অভিনয় এটিকে আরও অসাধারণ করেছে।’

আরও পড়ুন-যদি ব্যর্থ হন, তাহলে লোকজন আরও বেশি লাথি মারবে, সেখান থেকেই নিজেকে তুলতে হবে: প্রিয়াঙ্কা

ছবি দেখে মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘গতকাল এই সুন্দর ছবিটি দেখেছি। পরিচালক এটিকে ভীষণই সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। ছবির পুরো টিম এবং রানিকে অভিনন্দন। রানি এখনে আরও একটি রুদ্ধশ্বাসপূর্ণ করে তুলে ধরেছেন।'

আরও পড়ুন-'ভাই'-এর কাছেই প্রতারিত! রণিত রায়ের পোস্টে উদ্বিগ্ন স্মৃতি ইরানি, কী ঘটেছে?

আরও পড়ুন-'বাবার টাকাকে কখনওই নিজের মনে করি না…', নতুন শুরুর কথা কেন বললেন উদিত পুত্র আদিত্য

প্রসঙ্গত,  গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে ছবি। এখানে রানি ছাড়াও জিম সর্ভ, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেককেই অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবি বাঙালি এনআরআই দম্পতি সাগরিকা ভট্টাচার্য এবং তাঁর স্বামী অনুরূপ ভট্টাচার্যের জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই ছবি সন্তানদের জন্য গোটা একটা দেশের বিরুদ্ধে গিয়ে এক মায়ের লড়াইয়ের গল্প বলে। জানা যাচ্ছে, ছবিটি এখনও পর্যন্ত বিশ্বব্য়াপী ৩৯.৯৩ কোটি টাকা ব্যবসা করেছে। ছবির বাজেট ছিল ৩০ কোটি টাকা। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল ছবির সাকসেস পার্টি, সেখানে দেখা গিয়েছিল বাংলার অনির্বাণ ভট্টাচার্যকেও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন