মুক্তি পাওয়া মাত্রই সকলের নজর কেড়ে নিয়েছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। ইতিমধ্যেই পাঠান ছবির রেকর্ড ভেঙেছে এটি। তবে ছবিটির শেষে যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা কি সত্যি এই নিয়ে চলছে বিস্তর জল্পনা। অ্যানিম্যাল ২ আসবে কি? এই প্রশ্ন ঘুরছে সবার মুখে মুখে। এবার জানা গেল, হ্যাঁ, অনুমান সত্যি, অ্যানিম্যাল ২ আসবে আগামীতে।
ভরপুর অ্যাকশন, রোমহর্ষক সিনে ভর্তি অ্যানিম্যাল মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে এই ছবি। এর মধ্যেই পিঙ্কভিলার তরফে একজনের একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে রণবীর কাপুরকে রক্ত ঘেমে মেখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং স্ক্রিনে ফুটে উঠছে 'অ্যানিম্যাল পার্ক' লেখাটি। এখান থেকেই বোঝা যাচ্ছে যে অ্যানিম্যাল ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। একই সঙ্গে আরও টুইস্ট যোগ করে জানানো হয়েছে যে আগামীতে নাকি অ্যানিম্যাল ছবির সিক্যুয়েলে রণবীর কাপুরের দ্বৈত চরিত্র দেখা যাবে। ববি দেওলের আত্মীয় বদলা নেওয়ার জন্য নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে রণবীরের বেশ ধরবেন।
আরও পড়ুন: ইয়ালিনির জন্মের পরই শুভশ্রীর সঙ্গে ধরা দিলেন রাজ, 'মেয়ের ছবি কবে দেখাবেন' প্রশ্ন উৎসুক নেটপাড়ার
আরও পড়ুন: 'তোমার বেলায় মিউজিক বাজল, আর আমার বেলায়...' খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান
অ্যানিম্যাল ছবির বক্স অফিস কালেকশন
বক্স অফিসে মুক্তি পেতে না পেতেই ঝড় তুলেছে অ্যানিম্যাল। বহু প্রতীক্ষিত এই ছবিটি প্রথমদিন ৬১ কোটি আয় করেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। হিন্দিতে ৫০.৫০ কোটি আয় করেছে সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবি। আর তেলুগু ভার্সনে ১০ কোটি। রণবীর অভিনীত ছবিগুলো যা সাম্প্রতিককালে মুক্তি পেয়েছে সেগুলোর তুলনায় প্রথমদিন অনেকটাই বেশি আয় করেছে অ্যানিম্যাল। এমনকি ভেঙেছে শাহরুখ খানের পাঠান ছবির রেকর্ড। রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা প্রথম দিন ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল, অন্যদিকে সঞ্জু ৩৪.৭৫ কোটি ঘরে তুলেছিল প্রথম দিন।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, ববি দেওল, প্রমুখ।