বাংলা নিউজ > বায়োস্কোপ > Anindya Chatterjee: ইনস্টাগ্রামে দ্যুতির সঙ্গে পিডিএ, আর বাস্তবে? নিজের গল্প বললেন ‘গাঁটছড়া’র রাহুল

Anindya Chatterjee: ইনস্টাগ্রামে দ্যুতির সঙ্গে পিডিএ, আর বাস্তবে? নিজের গল্প বললেন ‘গাঁটছড়া’র রাহুল

নিজেকে নিয়ে কথা বললেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

রাহুলের জীবনে প্রেম আসে, প্রেম যায়। মন যেন কিছুতেই থিতু হতে চায় না। কিন্তু অনিন্দ্য? তিনি কেমন?

রাহুল— নামটির সঙ্গে জড়িয়ে অমোঘ এক প্রেমিক সত্তা। সৌজন্যে বলিউড। বা বলা ভালো শাহরুখ খান। এই নাম নিয়ে পর্দায় কতই না প্রেমের গল্প বুনেছেন তিনি! কাট টু ২০২১। টলিউড পেল তার 'রাহুল'কে। সৌজন্যে 'গাঁটছড়া' ধারাবাহিক। সে-ও কিন্তু প্রেমিক মানুষ। মন হারিয়ে বসে ইতিউতি। কিন্তু পর্দার সঙ্গে বাস্তবের মিল কতটা? কতটাই বা অমিল? জানিয়ে দিলেন 'রাহুল' অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায় স্বয়ং।

হিন্দুস্তান টাইমস বাংলাকে অনিন্দ্য বললেন, 'পর্দার রাহুলের সঙ্গে আমার একদমই মিল নেই। আর মিল নেই বলেই আমি একজন অভিনেতা হিসেবে সেই চরিত্রে অভিনয় করতে পারি। আমার মনে হয় পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিজীবন গুলিয়ে না ফেলাই ভালো। দু'টো সম্পূর্ণ আলাদা জায়গা।'

রাহুলের জীবনে প্রেম আসে, প্রেম যায়। মন যেন কিছুতেই থিতু হতে চায় না। কিন্তু অনিন্দ্য? তিনি কেমন? অভিনেতার সাফ উত্তর, 'যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরা জানেন, আমি একটি সম্পর্কে আছি। প্রেম নিয়ে আমি কখনওই রাখঢাক করি না। আমার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বললে বা ইনস্টাগ্রাম দেখলেই তার আভাস পাওয়া যায়।'

(আরও পড়ুন: ‘শরীরের একটা শিরাও বাকি ছিল না',ড্রাগের নেশায় শেষ হতে বসেছিলেন ‘গাঁটছড়া’র রাহুল)

ইনস্টাগ্রামে শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে এত ছবি, রিল... প্রেমিকার কাছে বকুনি খেতে হয়? খানিক হেসে 'রাহুল'-এর উত্তর, ' না। কারণ এটাই আমার কাজ। পর্দায় শ্রীমা আমার স্ত্রী। ইনস্টাগ্রামে তাই দ্যুতির ('গাঁটছড়া' ধারাবাহিকে শ্রীমা অভিনীত চরিত্র) সঙ্গে পিডিএ করি!'

(আরও পড়ুন: ‘খড়ি আর ঋদ্ধিকে এত কষ্ট দাও কেনো?’ ফাটাফাটি জবাব দিল ‘রাহুল’ অনিন্দ্য)

তথাকথিত 'ভিলেন' হয়েও দর্শক-মনে হিল্লোল তোলে রাহুল। পর্দায় রোজ কোন জাদুকাঠি ছুঁইয়ে দেন অনিন্দ্য? 'আমি মনে করি, পুরো কৃতিত্বটাই লেখকদের। তাঁরাই রাহুলকে তৈরি করেছেন। তবে আমার মনে হয়, মেয়েরা রাহুলের মধ্যে তাদের প্রেমিককে দেখতে পায়। তাই তাদের মনে রাহুল জায়গা করে নিতে পেরেছে', স্বভাবসিদ্ধ রসিকতায় বলে উঠলেন অনিন্দ্য।

বায়োস্কোপ খবর
বন্ধ করুন

Latest News

রবিতে ঝড় হবে ৪০ কিমিতে, সোমে বাড়বে বেগ, বুধ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টি চলবে? সন্তান হওয়ার পর অবসাদে ভুগছেন ইলিয়ানা! নিজেকে ঠিক রাখতে কী করছেন? 'শীঘ্রই শুরু করছি...' গানের পর এবার নাচের স্কুল খুলছেন ইমন! বিজেপির ১৯৫ জন প্রার্থীর মধ্যে একমাত্র মুসলিম আবদুল সালাম! লড়ছেন কোন কেন্দ্রে? সিলেবাসের বাইরের অঙ্কের প্রশ্ন? প্রমাণ করতে পারলে ২৫ নম্বর, আশ্বাস ওই রাজ্যে জন্মদিন কাটতে না কাটতেই প্রেমে পড়লেন সৌমিতৃষা? কাকে মন দিয়ে বসলেন 'মিঠাই'? ব্যর্থ মন্ধানার দলের ব্যাটিং, RCB-কে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল হরমনহীন MI লোকসভা নির্বাচনে এবার BJP-র তুরুপের তাস ভোজপুরি অভিনেতারা! প্রার্থী হলেন কোন ৪জন কেন্দ্রীয় মন্ত্রীকে সরিয়ে টিকিট নবাগতা বাঁশুরিকে! BJPর প্রার্থী তালিকায় বহু চমক বিনা যুদ্ধে তৃণমূলকে উপহার, বিজেপির প্রার্থী তালিকা দেখে আর কী লিখলেন দেবাংশু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.