অতি উত্তম ছবিটি মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছিল গত মাসে। একে তো মৃত্যুর ৪৪ বছর পর বড় পর্দায় উত্তম কুমার স্বয়ং ফিরে এসেছেন। তার উপর ছবির নামের মতোই ‘উত্তম’ অভিনয় করে নজর কেড়েছেন ‘কৃষ্ণেন্দু’ ওরফে অনিন্দ্য সেনগুপ্ত। ছবি একদিকে যখন বক্স অফিস কাঁপাচ্ছে তখন তাঁর এই বছরের পয়লা বৈশাখের পরিকল্পনা কী সেটাই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: 'দেখতেই হবে...' ময়দান দেখে মুগ্ধ সৌরভ, অজয়ের ছবির তারিফ করে লিখলেন কী?
পয়লা বৈশাখে অনিন্দ্যর পরিকল্পনা কী?
অনিন্দ্য সেনগুপ্ত বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত। তারই ফাঁকে ‘কিছুদিনের’ জন্য কলকাতায় ফিরেছেন তিনি। আর এই ‘কিছুদিনের’ মধ্যে পড়ে গিয়েছে পয়লা বৈশাখও। এই বিশেষ দিনটি কী করছেন অভিনেতা জানতে চাইলে তিনি জানান, 'বৈশাখ মাস, কালবৈশাখী নেই। একটা প্যাচপ্যাচে গরম। তাতে আর কী করব! তার মধ্যে এখন আইপিএলের ব্রডকাস্টিং চলছে, তাতেই ব্যস্ত। তবে মাঝে কদিনের জন্য শহরে এসেছি, কটা কাজ আছে সেগুলো শেষ করেই ফিরে যাব।'
তাও কোনও বিশেষ পরিকল্পনা নেই দিনটি নিয়ে? জবাবে অনিন্দ্য জানান, 'না, এই বছর আলাদা করে কোনও প্ল্যান নেই। তার মানে এটা না যে পয়লা বৈশাখ উদযাপন করি না, বা জোর করেই এবার পালন করব না। কিন্তু এই বছর কোনও প্ল্যান হয়ে ওঠেনি আর কী!'
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
অনিন্দ্য সেনগুপ্তর আগামী কাজ
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতি উত্তম ২২ মার্চ মুক্তি পেয়েছে। এখানে অনিন্দ্যর সঙ্গে ছিলেন রোশনি ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় এবং অবশ্যই উত্তম কুমার। এছাড়া আগামীতে অভিনেতাকে সুদীপ্ত লাহার কারণ গ্রিস আমাদের দেশ না ছবিতে দেখা যাবে। এছাড়া অভ্রজিৎ সেনের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। আসছে অরুণাভ এবং রজতের পরিচালনায় গিফট। সেখানেও থাকবেন অনিন্দ্য।