টিআরপি তালিকায় হিট নিম ফুলের মধু ধারাবাহিক এবং তার সৃজন-পর্ণা জুটি। অন্যদিকে বাস্তবে রুবেল শ্বেতার জুটিও হিট। আসলে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য যেন আদর্শ পাওয়ার কাপল। অভিনেতার পাশে সবসময় যেভাবে অভিনেত্রী ঢাল হয়ে দাঁড়িয়েছেন সেটা দেখেও মুগ্ধ হয়েছেন সকলেই। কিন্তু অভিনেতার কাছে কোন জুটি বেশি পছন্দের? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুবেল জানিয়েছেন তাঁর এবং শ্বেতার জুটিই তাঁর বেশি পছন্দের। অভিনেতার কথায়, 'আমার আর শ্বেতার জুটির সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা হয় না। ও আমার জীবনের অনেক বড় অংশ। শ্বেতা ছাড়া আমার ভবিষৎ অসম্পূর্ণ।'
পল্লবী এবং শ্বেতার প্রসঙ্গে কী বললেন রুবেল?
নিম ফুলের ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে রুবেল দাসকে। সেখানে তাঁর বিপরীতে আছেন পল্লবী শর্মা। তাঁদের অনস্ক্রিন জুটি হিট। গল্পের খাতিরে মাঝে মধ্যেই সহ অভিনেত্রীকে কোলে তুলতে হয় তাঁকে। বাদ যায় না জড়িয়ে ধরার দৃশ্যও। কিন্তু এসব দৃশ্য দেখে কী অভিমান করেন শ্বেতা? বা খারাপ লাগে কি তাঁর? উত্তরে রুবেল জানান, 'শ্বেতা আমায় ভীষণ বোঝে। না আমি ওর কাজে নাক গলাই, না ও আমার কাজে নাক গলায়। আসলে আমাদের মধ্যে বোঝাপড়া ভীষণ ভালো। কারও কোনও কাজে আমাদের কারও খারাপ লাগে সেটা ওই সময়ের জন্যই। তাছাড়া আমরা কেউই কাউকে কোনও কিছুর জন্য বারণ করি না।'
আরও পড়ুন: ফুটবল ভালো লাগলে দেখতেই হবে...অজয়ের ময়দান দেখে মুগ্ধ নেটপাড়া, বক্সঅফিসে কি ঝড় উঠবে?
কবে বিয়ে করছেন রুবেল এবং শ্বেতা?
রুবেল দাস জানান আগামী বছরই বিয়ে করার পরিকল্পনা তাঁর এবং শ্বেতার। কোনও ডেস্টিনেশন ওয়েডিং হবে না। বরং তাঁরা কলকাতাতেই ছিমছাম ভাবে বিয়েটা করবেন। অভিনেতার কথায়, 'কোনও লুকোছাপা থাকবে না। সবাইকে সবটা জানিয়েই বিয়েটা করব আমরা।'
প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই একসঙ্গে আছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। তবে সম্পর্কের দুই বছর পর তাঁরা সেই কথা প্রকাশ্যে আনে। গত বছর রুবেলের যখন পা ভেঙে যায় তাঁর পাশে সবসময় থেকেছেন শ্বেতা, যত্ন রেখেছেন। ডেঙ্গির সময়ও আগলে রেখেছিলেন। এখন দুজনেই জি বাংলার দুটি প্রজেক্টের সঙ্গে যুক্ত। রুবেল দাস নিম ফুলের ধারাবাহিকে কাজ করছেন। আর শ্বেতা আছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।