দর্শক শ্রোতার ভালোবাসায় ঋদ্ধ এক নাম অঞ্জন দত্ত। একাধারে দুই বাংলার খ্যাতনামা গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক তিনি। আশির দশকের শুরুর দিকে মৃণাল সেনের সিনেমার মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেছেন। এরপরই বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন অপত্য ভালোবাসায়। সোমবার দাম্পত্য জীবনের ৪৬তম বর্ষে পা রাখলেন অঞ্জন দত্ত এবং তাঁর স্ত্রী ছন্দা দত্ত।
দাম্পত্য জীবনের ৪৬ বছর
বিশেষ দিনে স্ত্রী ছন্দার সঙ্গে অল্প বয়সের একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অঞ্জন দত্ত। সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন তাঁর একটি ছবি এবং ছন্দার অল্প বয়সের একটি ছবি। আর চার বছর পেরোলেই পঞ্চাশ পার করবে দুজনের বিবাহিত জীবনের যাত্রা। এই বিশেষ দিনে অন্তরাল উপলব্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন ‘চালচিত্র এখন’ ছবির পরিচালক। ফেসবুকের ওই পোস্টে অঞ্জন লিখেছেন, ‘৪৬ বছর ধরে আমরা একসঙ্গে বড় হয়েছি। ভালোবেসে, লড়ে, চাহিদায় এবং আঘাত সারিয়ে প্রতি মুহূর্তে শিখে কখনও সহজ পথে হাঁটিনি।’
আরও পড়ুন: 'আকাশে সুপারস্টার’-এ বিশেষ বিচারকের আসনে ইমন, রিয়ালিটি শো নিয়ে কেমন অনুভূতি গায়িকার
ছন্দার জন্য বিশেষ বার্তা
‘বেলা বোস’ স্রষ্টার মন জানতে চায়, কেন লাগামছাড়া জীবন যাপন করা সত্ত্বেও কেন সহধর্মিণী কখনও হাত ছাড়েনি তাঁর? ভালোবাসে বলে? নাকি ভালোবাসেন বলে? জানিয়েছেন, একসঙ্গে চলার পথে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তাঁরা ঠিক ততটাই দায়িত্বজ্ঞানহীনতারও পরিচয় দিয়েছেন। লেখেন, ‘কখনও কখনও প্রত্যাশা কমে গেলেও একে অপরকে ছেড়ে যাইনি। বরং নিজেদের স্বপ্নপূরণের পথে চলতে গিয়ে একে অপরকে আরও আঁকড়ে ধরেছি।’
আরও পড়ুন: রাজারহাটে DRR স্টুডিয়োতে আগুন, ‘প্রচুর ক্ষয়ক্ষতির ব্যাপার..’, প্রতিক্রিয়া ‘দিদি’ রচনার
আরও পড়ুন: জুটিতে রাজেশ-সুদীপ্তা, থ্রিলারের মোড়কে আসছে ‘তেঁতো’, কবে মুক্তি পাবে ছবি
অঞ্জন-ছন্দার যাত্রা
‘রঞ্জনা’ গায়ক লিখেছেন, ‘আরও আশা রাখছি। একে অপরের খরচে আমাদের স্বপ্ন অনুসরণ করব। বিশ্বের সেরা অংশে ভ্রমণ করেছি... সব সময়, আমাদের বাড়িকে একটি ঘরোয়া জায়গা করার চেষ্টা করছি... আমরা একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে থাকার জন্য বড় হয়েছি। ছন্দা, তোমাকে ধন্যবাদ’। অঞ্জন দত্তের একাধিক ছবির পোশাক পরিকল্পক ছন্দা। দক্ষিণ কলকাতায় একটি রেস্তরাঁর কর্ণধারও ছন্দা দত্ত। দম্পতির ছেলের নাম নীল। পেশায় সুরকার সে।
‘চালচিত্র এখন’ প্রসঙ্গে
সদ্য মুক্তি পেয়েছে ‘চালচিত্র এখন’ ছবির পোস্টার। মৃণাল সেনকে নিয়ে তৈরি হওয়া অঞ্জন দত্তের ছবি। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার সহ মুক্তির দিন। বাংলার জনপ্রিয় OTT মাধ্যম হইচই প্ল্যাটফর্মে আগামী ১০ মে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত এই ছবিটি। এই ছবিতে উঠে আসবে মৃণাল সেনের জীবন দর্শন থেকে শুরু করে সিনেমার প্রতি তাঁর যে অগাধ ভালোবাসা আর টান ছিল সেই কথাই। এই প্রথমবার কোনও ছবি বড় পর্দা এবং OTT প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পাচ্ছে।
মৃণাল সেনের জীবনের নানা জানা অজানা কথাকে এই ছবিতে নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন অঞ্জন দত্ত। বলা যায় এ এক গুরুর উদ্দেশ্যে শিষ্যের শ্রদ্ধা নিবেদন। এই ছবিতে নিজেই মৃণাল সেনের রূপে কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে থাকবেন বিদীপ্তা চক্রবর্তী। থাকবেন শাওন চক্রবর্তীও।