ইমন চক্রবর্তী। সঙ্গীতের দুনিয়ার এই নামের সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। শাস্ত্রীয় সঙ্গীত, লোকগান থেকে সিনেমা পর্যন্ত- বারবার ইমন তাঁর গানে জাদু বুনেছেন। এবার 'আকাশে সুপারস্টার’-এ বিশেষ বিচারকের আসনে জাতীয় পুরস্কারজয়ী এই গায়িকা।
বিচারকের আসনে ইমন চক্রবর্তী
সদ্য চালু হয়েছে একটি রিয়ালিটি শো 'আকাশে সুপারস্টার’। সেখানে ইমনকে একটি বিশেষ বিচারকের আসনে দেখা যাবে। এর আগে অন্যান্য গানের রিয়ালিটি শোয়ে মেন্টর হিসেবে দেখা গিয়েছে ইমনকে। ইমনের মন্তব্য, ‘আকাশে সুপারস্টার শো-এর অংশ হওয়া আমার কাছে সৌভাগ্যের এবং প্রতিভাবান প্রতিযোগীদের সঙ্গে গানের প্রতি আমার জ্ঞান এবং আবেগ ভাগ করে নিতে উৎসুক। আমি বাংলার উদীয়মান গায়কদের সাক্ষী হওয়ার অপেক্ষায় রয়েছি’।
আরও পড়ুন: রাজারহাটে DRR স্টুডিয়োতে আগুন, ‘প্রচুর ক্ষয়ক্ষতির ব্যাপার..’, প্রতিক্রিয়া ‘দিদি’ রচনার
আরও পড়ুন: পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ দেওয়া উচিত, ‘ওরা প্রতিভাবান’, বললেন মুমতাজ
আকাশে সুপারস্টার মিউজিক রিয়ালিটি শো প্রসঙ্গে
সংশ্লিষ্ট চ্যানেলের ডিরেক্টর প্রিয়াঙ্কা সুরানা বারদিয়া বলেছেন, ‘মিউজিক রিয়ালিটি শো বাংলার প্রতিভাবান গায়কদের তাদের দক্ষতা প্রদর্শন এবং শীর্ষস্থানের জন্য প্রতিযোগিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম। খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি সঙ্গীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা আমাদের সার্বক্ষণিক শ্রোতাদের কাছ থেকে আশাবাদী প্রতিক্রিয়ার আশা করছি।’
আরও পড়ুন: জুটিতে রাজেশ-সুদীপ্তা, থ্রিলারের মোড়কে আসছে ‘তেঁতো’, কবে মুক্তি পাবে ছবি
ইমন চক্রবর্তীর কাজ
গায়ক হিসেবে কর্মজীবনের পাশাপাশি, ইতিমধ্যেই নিজের প্রযোজনা উদ্যোগ ইমন চক্রবর্তী প্রোডাকশন চালু করেছেন ইমন। কয়েক বছর আগে বাংলার অন্যতম জনপ্রিয় গায়ক রিয়েলিটি শো 'সারেগামাপা'-এর একজন পরামর্শদাতা হিসাবেও যাত্রা শুরু করেছিলেন তিনি। 'সারেগামাপা'-এর পর ইমন তাঁর নিজস্ব প্রতিভা হান্ট শো-এর মাধ্যমে নতুন প্রতিভা খোঁজার এবং লালন-পালনের জন্য আরও একটি ধাপ এগিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে মঞ্চে আসছে ‘ভূতো’, কবে কোথায় মঞ্চস্থ হবে
ইমন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন
২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই নতুন জীবন শুরু করেছেন সঙ্গীতশিল্পী। সাত পাকে বাঁধা পড়েছেন সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে। বিবাহিত জীবন বেশ সুখেই কাটছে এই সংগীতশিল্পীর। গানই আসল পরিচয় এই সঙ্গীতশিল্পীর। তবে অভিনয়, নাচ সবই একসাথে চালিয়ে যাচ্ছেন তিনি। এককথায় বলতে গেলে টলিউডের অলরাউন্ডার ইমন। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। মুখের ওপর সপাটে জবাব দেওয়ার কারণে বরাবরই বিতর্কে জড়ান তিনি। তবে যাই হোক না কেন একের পর এক গান ভক্তদের উপহার দিয়ে চলেছেন ইমন।