সদ্যই মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরা অভিনীত ছবি মির্জা। বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে এই ছবিটি। দর্শক থেকে সমালোচক সহ সকলেই প্রশংসা করেছে এই ছবিটির। কিন্তু একি! ছবি মুক্তি পেতে না পেতেই এটা কী বলে বসলেন অভিনেতা? নতুন প্রযোজক কাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন?
আরও পড়ুন: 'অবসাদে ডুবে গিয়েছিলাম...' দাপিয়ে কাজ করছেন, তবুও কেন ডিপ্রেশনের শিকার হন 'ফুলকি'র শালিনী?
রানিং সাকসেসফুলি পোস্টার নিয়ে কী বললেন অঙ্কুশ?
অঙ্কুশ হাজরা এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি ছবির সফলতা এবং একই সঙ্গে রানিং সাকসেসফুলি পোস্টার নিয়ে কথা বললেন। সেখানে তিনি বলেন, 'দর্শকরা বোকা নন। একটা সিনেমা হিট হচ্ছে কিনা সেটা তাঁরা ভালোই বুঝতে পারেন। ছবি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে পড়ার সঙ্গে সঙ্গেই ছবির নাম আর রানিং সাকসেসফুলি লিখে পোস্টার প্রকাশ করলেই কিছু হয়ে যায় না। ওই পোস্টার ছবি মুক্তি পাওয়ার দুই তিন সপ্তাহ আগে থেকেই ছাপানো থাকে।'
আরও পড়ুন: ছোট্ট ‘পোস্ত’ এবার মস্ত 'দাবাড়ু'! প্রকাশ্যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঝলক
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
একই সঙ্গে তিনি এদিন বলেন, 'যে ছবি পাঁচ হাজার টাকার ব্যবসা করে তারাও ওই একই পোস্টার ছাপায়। আসলে আজকাল ওই কথাটার কোনও দাম নেই।'
ঐন্দ্রিলাকে বিয়ে করা নিয়ে কী বললেন অঙ্কুশ?
বিয়ের প্রসঙ্গ উঠলেই অঙ্কুশ জবাব দেওয়ার আগে ঐন্দ্রিলা তাঁকে প্রশ্ন করে বসেন, 'আমিও জানতে চাই। কবে বিয়েটা করবে?' প্রেমিকার প্রশ্নবাণে জর্জরিত অঙ্কুশ বলেন, 'কোনও অভাব আছে কি তোমার? আমি মনে করি ও বিয়ের পর পুরোপুরি সংসারে ঢুকে যাবে। তাই এখন যে কাজ করে ও সাফল্য পাচ্ছে সেটা উপভোগ করুক।'
আরও পড়ুন: একসঙ্গে দুজন মহিলার সঙ্গে মাখোমাখো প্রেম! তারপর...? জীবনের গোপন গল্প ফাঁস করে কী বললেন কার্তিক?
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়কে। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। এই ছবিতে একটি গ্যাংস্টারের গল্প বলা হবে। এই ছবিটির প্রযোজনা করেছেন অঙ্কুশ হাজরা নিজেই।