কার্তিক আরিয়ান তাঁর ব্যক্তিগত জীবন, মূলত তাঁর প্রেমিকাদের নিয়ে বিশেষ খোলসা করে কিছুই বলেন না। কিন্তু প্রেমের গল্প কী আর চাপা থাকে? সে ঠিকই বাতাসে রটে যায়। কানাঘুষোয় শোনা যায় সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে নাকি একটা সময় চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা। কিন্তু আলাদা আলাদা সাক্ষাৎকারে দুই অভিনেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দেন তাঁদের সেই সম্পর্ক টেকেনি। লাভ আজকাল ২ ছবির শ্যুটিং চলাকালীন সারা এবং কার্তিকের প্রেম জমে উঠেছিল। অন্যদিকে দোস্তানা ২ ছবির শ্যুটিং চলাকালীন জাহ্নবীর সঙ্গে সম্পর্কে জড়ান কার্তিক। কিন্তু তাঁদের প্রেম আর ছবি দুটোই আর হয়ে ওঠেনি।
জোড়া প্রেম নিয়ে কী বললেন কার্তিক?
সম্প্রতি কার্তিক আরিয়ান নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহায় অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই নেহা তাঁকে প্রশ্ন করেন যে এক সঙ্গে না হলেও দুই বন্ধুর সঙ্গে প্রেম করে মার খাননি তিনি? উত্তরে একটু ভেবে কার্তিক বলেন, তখন বন্ধু না হলেও পরে যাঁরা বন্ধু হয়েছে তাঁদের নাম করা যাবে কিনা। আর এখান থেকেই স্পষ্ট হয়ে যায় তিনি কাদের কথা বলছেন আসলে। এরপর কার্তিক নিজেকে দোষী বলেও দেগে দেন।
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
প্রসঙ্গত কফি উইথ করণ সিজন ৭-এ সারা এবং জাহ্নবী এক সঙ্গে এসেছিলেন। সেখানেই তাঁরা তাঁদের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া প্রাক্তনকে নিয়ে কথা বলেন। সেখানে সারা জাহ্নবীকে জিজ্ঞেস করেন 'তুমি তোমার প্রাক্তন কে ছাড়লে কেন?' জবাবে জাহ্নবী বলেছিলেন, 'কারণ ও সবার এক্স।' অর্থাৎ একাধিক সম্পর্ক আছে বা ছিল তাঁর।
যদিও পরে এটার বিরোধিতা করেছিলেন কার্তিক। একটি টক শোতে স্পষ্ট ভাবে জানিয়ে দেন সম্পর্ক যখন দুজন মানুষের ব্যক্তিগত জীবন তখন সেটা না টিকলে এভাবে খোলাখুলি বলা উচিত না।
কার্তিক আরিয়ানকে আগামীতে ভুলভুলাইয়া থ্রি ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন কিয়ারা আডবানি, বিদ্যা বালান প্রমুখ। তিনি সদ্যই সেই ছবির কিছুটা শ্যুটিং কলকাতায় সেরে গেলেন।