ছোটপর্দার 'ডক্টর সূর্য' তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন 'অনুরাগের ছোঁয়া'র সূর্যর কথা-ই বলছিলাম। আসলে তাঁর নাম অবশ্য দিব্যজ্যোতি দত্ত। তবে এই 'সূ্র্য' দিব্যজ্যোতি এখন প্রেমে পড়েছেন। শুধু প্রেমে পড়াই নয়, একটা কবিতাও লিখে ফেলেছেন। হ্যাঁ, ঠিক শুনছেন। তা ঠিক কী লিখেছেন দিব্যজ্যোতি?
'সূর্য' দিব্যজ্যোতি দত্ত লিখেছেন, আজ হোক বা কাল, তোমার সাথেই চলব, তোমার প্রেমেই পড়ব চিরকাল/ সুনামি হোক বা ভূমিকম্প, তুফান হোক বা খরা, হৃদয়ে শুধুই থাকবে তুমি/ আমার ভুবন ভরা। তুমিই আমার বন্ধু, তুমিই আমার সখী। অনুরাগ আছে তোমার ছোঁয়ায়, হৃদয়মাঝারে রাখা।'
তবে এতদিন তো দিব্যজ্যোতি বারবার দাবি করে এসেছে ন 'আমি সিঙ্গল'। তবে হঠাৎ কার প্রেমে পড়লেন অভিনেতা? আবার এতটাই প্রেমে হাবুডুবু যে কবিতাও লিখে ফেলেছেন।
আজ্ঞে নাহ। কবিতার ঠিক পরেই দিব্যজ্যোতি দত্তর লেখা পড়লেই আসল সত্যিটা সামনে আসবে। আসলে নিজের ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র প্রেমে পড়েছেন তিনি। ৭ ফেব্রুয়ারি বুধবার ছিল অনুরাগের ছোঁয়ার জন্মদিন। আর সেজন্যই এমন ভালোবাসা মাখা কবিতা লিখে পোস্ট করেছেন দিব্যজ্যোতি দত্ত।
দিব্যজ্য়োতি অভিনীত 'অনুরাগের ছোঁয়া' ভীষণই জনপ্রিয় এক ধারাবাহিক। একসময় TRP-তে প্রথম দিকেই থাকত এই ধারাবাহিক। তবে সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকের TRP অনেকটাই কমে গিয়েছে। তবে মহিলা দর্শকদের মধ্যে 'ডক্টর সূর্য' অর্থাৎ দিব্যজ্যোতির জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্র কমেনি।
এদিকে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত যতই দাবি করুন না কেন, তিনি বাস্তবে সিঙ্গল। বেশকিছুদিন আগে ‘অনুরাগের ছোঁয়া’র 'উর্মি'র সঙ্গে তাঁর প্রেমচর্চায় সরগরম হয়েছিল টলিপাড়া। কথায় বলে, প্রেম নাকি ছাইচাপা আগুনের মতো মতো, কিছুতেই ধামাচাপা দেওয়া যায় না! সিরিয়ালে 'সূর্য' দিব্যজ্যোতি আর 'উর্মি' সৌমিলি চক্রবর্তী আসলে শ্যালিকা-জামাইবাবু। আবার আরেকটা পরিচয়ও আছে, ভাসুর ও ভাইয়ের বউ। শোনা যাচ্ছিল, দিব্যজ্যোতি আর সৌমিলি নাকি বাস্তবেও প্রেম করছেন।
কিন্তু কেন এমন গুঞ্জন ছড়িয়েছিল?
আসলে একই সময়ে পাহাড় থেকে ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি আর সৌমিলি। তবে আলাদা-আলাদা। সৌমিলির ছবিটি তোলা হয়েছে গ্যাংটকের ম্যালে। আর পাহাড়ের কোনও রাস্তায় খাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল দিব্যজ্যোতিকে। আর দুজনকেই পাহাড়ে দেখে, নেটপাড়ার অনেকের মনেই প্রশ্ন জাগে, ওঁরা একসঙ্গে বেড়াতে যাননি তো? যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। তাঁরা একে অপরের ভালো বন্ধু বলেই জানিয়েছিলেন।
তবে শুধু সৌমিলি নয়, এর আগে স্বস্তিকা দত্ত, সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গেও দিব্যজ্যোতি দত্তের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।