বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: 'মা হিসাবে অনুষ্কা বিরাট আত্মত্যাগ করেছে, আমার এত সমস্যা…', অকপট কোহলি

Virat-Anushka: 'মা হিসাবে অনুষ্কা বিরাট আত্মত্যাগ করেছে, আমার এত সমস্যা…', অকপট কোহলি

বউয়ের প্রশংসায় বিরাট (ছবি-ইনস্টাগ্রাম) 

Virat-Anushka: মেয়ের জন্মের পর অনেক বদলেছে বিরাট কোহলির জীবন। স্ত্রী অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ তারকা ক্রিকেটার। 

দেখতে দেখতে দাম্পত্যের পাঁচ বছর পার করে ফেলেছেন বিরাট-অনুষ্কা। আদরে-সোহাগে ভরপুর এই জুটির সংসার। ২০২১ সালের জানুয়ারি মাসে কন্য়া সন্তানের জন্ম দেন অনুষ্কা। মিডিয়ার লাইমলাইটের আড়ালেই মেয়েকে বড় করছেন বিরুষ্কা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলা না-পসন্দ এই তারকা দম্পতির। তবে ভামিকার মা-কে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের কথায়, ‘জীবনে একটা জিনিসই গুরুত্ব রাখে, পরিবার’। মা হিসাবে অনুষ্কার আত্মত্যাগ কতখানি, সেকথাও শোনা গেল বিরাটের মুখে।

সম্প্রতি এক পডকাস্টে বিরাট বলেন, ‘গত দু-বছরে অনেক কিছু বদলেছে। আমাদের সন্তান এসেছে। মা হিসাবে অনুষ্কা যে আত্মত্যাগ করেছে সেটা বিরাট। ওর দিকে তাকালে আমি উপলব্ধি করি আমার যা কিছু সমস্যা ছিল সেগুলো কিছুই নয়। আসলে যত ক্ষণ তোমার পরিবার তোমাকে ভালবাসছে, তুমি যেমন মানুষ সে ভাবে ভালবাসছে, তত ক্ষণ অন্য কিছুর প্রয়োজন পড়ে না’।

অনুষ্কা প্রতি মুহূর্তে বিরাটকে অনুপ্রাণিত করেন। বিরাটের কথায়, ‘যখন তোমার অনুপ্রেরণার দরকার পড়ে, তুমি বাড়িতেই প্রথম সেটার খোঁজ কর। আর আমার জন্য অনুষ্কা বিশাল বড় অনুপ্রেরণা। জীবন সম্পর্কে আমার দৃষ্টিকোণ একদম আলাদা ছিল। তবে তুমি যখন সেই মানুষটার প্রেমে পড়, তোমার নিজের মধ্যেও বদল আসতে থাকে। জীবন সম্পর্কে ওর ধারণা একদম অন্যরমক, আর ও আমার মধ্যে অনেক পরিবর্তন এনেছে তা আমাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলেছে, আমি সহজকেই এখন সব জিনিস গ্রহণ করতে পারি’।

এর আগে এক সাক্ষাৎকারে বিরাটকে বলতে শোনা গিয়েছে, কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় অনুষ্কা-সহ নিজের প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সূর্যকুমার যাদবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল। স্ত্রী অনুষ্কার উপর তার প্রভাব সবথেকে বেশি পড়েছিল।

বিরাট-অনুষ্কা দুজনেই আধ্যাত্মিকতার খোঁজে সম্প্রতি হাজির হয়েছিলেন হৃষীকেশে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে, এরপর বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমেও যান তাঁরা। ভামিকাও তাঁদের সঙ্গেই ছিল।

দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন অনুষ্কা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল নায়িকার শেষ ছবি ‘জিরো’। মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’-এর সঙ্গে কামব্যাক করছেন অভিনেত্রী। এই ছবিতে বাংলার গর্ব ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা। চলতি বছর সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

বন্ধ করুন