একসময় জমিয়ে প্রেম, তারপর ২০১৭-তে বিরাট কোহলিকে বিয়ে করে ঘর বাঁধেন অনুষ্কা শর্মা। ২০২১-এ অনুষ্কা শর্মার কোলে আসে ভামিকা। তারপর অভিনেত্রীর থেকে বেশি মা হয়েই জীবন কাটাচ্ছেন অনুষ্কা শর্মা। ভামিকা আসার পর জীবনটাই বদলে গিয়েছে, আর এখন তাই বিরাটঘরণীর কাছে কাজের থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে মেয়ে। সম্প্রতি, বেঙ্গালুরুতে আয়োজিত একটা অনুষ্ঠানে মা হওয়ার পরবর্তী জীবন এবং নতুন ভাবনাচিন্তার কথা জানিয়েছেন অভিনেত্রী।
অনুষ্কার কথায়, তিনি এখন বাইরের কাজকর্মর থেকে বেশি মেয়ের চাহিদাকেই গুরুত্ব দেন। তাঁর কথায়, ভামিকার এখন যা বয়স তাতে তার এখন মাকে বেশি প্রয়োজন। আর তাই তিনি কাজের থেকে বেশি মেয়েকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্কা শর্মা বলেন, ‘আমি এখন বছরে একটা করে ছবি করতে চাই, অবশ্যই অভিনয়কেও উপভোগ করতে চাই, তবে সেটা নিজের ব্যক্তিগত জীবনকে ভারসাম্য বজায় রেখে। কারণ, আমি পরিবারকে সময় দিতে চাই।’
অর্থাৎ অনুষ্কার সাফ কথা, পরিবার, ব্যক্তিগত জীবন, সন্তানই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে অভেনেত্রীর সাফ কথা, তাঁর উদ্দেশ্য কোনও কিছু নতুন করে প্রমাণ করা নয়, তিনি চান তাঁর পরিচয় অভিনেত্রী, পাবলিক ফিগার বা মা হিসেবেই হোক।
প্রসঙ্গত, বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকার বয়স এখন ৩ বছর। এদিকে ইতিমধ্যেই ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। যদিও অনুষ্কা বা বিরাট কেউই দ্বিতীয়বার বাবা-মা হতে চলার বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি, তবে তারপরেও সেখবর আর কারোরই জানতে বাকি নেই। বেবি বাম্প নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যেও দেখা গিয়েছে অনুষ্কাকে।
এদিকে প্রথমবার মা হওয়ার পর কাজে ফিরে অনুষ্কা শর্মা এই মুহূর্তে একটি মাত্র ছবির কাজ করেছেন, সেটা হল 'চাকদা এক্সপ্রেস', যেটা কিনা আবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক।