আর কোনও লুকোছাপা নয়। গায়ক এপি ধিলোনের সঙ্গে সম্পর্কে রয়েছেন 'অক্টোবর' অভিনেত্রী বনিতা সান্ধু। শনিবার গায়কের সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেত্রী। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, এপি ধিলোন মাটিতে বসে আছেন। বনিতা বিছানা থেকে তাঁর মুখের উপর ঝুঁকে রয়েছেন। আরেকটি ছবিতে নতুন জুটিতে পার্টির জন্য প্রস্তুত হতে দেখা যাচ্ছে।
অন্য একটি ফ্রেমে, বনিতাকে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা গিয়েছে, তার পিছনে দাঁড়িয়ে এপি ধিলোন। শেষ ফ্রেমে এপি ধিলোন এবং বানিতা ক্যামেরার দিকে পিছন দিয়ে পোজ দিয়েছেন। বনিতা ক্যাপশনে লিখেছেন, ‘আমার সাথে’ এবং সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। বনিতা সান্ধুর পোস্টটি এখানে দেখুন-
আরও পড়ুন: কর্সেট টপ, বডিকন স্কার্টে সুপার স্টাইলিশ ভূমি, নতুন করে চর্চায় বলিউড ডিভার লুক
বনিতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি ছবি শেয়ার করেছেন, যেখানে এপি ধিলোন অভিনেত্রীকে পোশাক পরতে সাহায্য করছেন। বানিতা এবং এপি ধিলোন সম্প্রতি একসঙ্গে অংশ নিয়েছিলেন গায়কের আসন্ন ডকু-সিরিজ ‘এপি ধিলোন ফার্স্ট অফ আ কাইন্ড’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ১৮ অগস্ট সিরিজটি মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, গায়কের সাম্প্রতিক মিউজিক ভিডিয়ো ‘উইথ ইউ’-তে একসঙ্গে অভিনয় করার পর এপি ধিলোন এবং বনিতা সান্ধু সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। এখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন এপি ধিলোন এবং বনিতা সান্ধু। নতুন জুটির রসায়নের প্রেমে পড়েছেন তাঁদের ভক্তরাও। রইল ঝলক-
কাজের ফ্রন্টে, বনিতা সান্ধু বরুণ ধাওয়ানের সঙ্গে সুজিত সরকারের ‘অক্টোবর’-এর মাধ্যমে লাইমলাইটে এসেছিলেন। পরে, তিনি সুজিতের সরদার ‘উধম’-এও কাজ করেন। এপি ধিলন এক্সকিউসেস, সামার হাই, দিল নু, অল নাইট, হিলস, ডিজায়ারস, ওও নুর, মাঝাইল, ব্রাউন মুন্ডের মতো কয়েকটি গানের জন্য পরিচিত।