লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর আবারও স্টার জলসার জল থইথই ভালোবাসা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য। এই ধারাবাহিকে তাঁকে এক মাঝ বয়সী মহিলার চরিত্রে দেখা যাচ্ছে যে প্রাণ খুলে বাঁচতে ভালোবাসে। সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এই ধারাবাহিকে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরী। সম্প্রতি এই ধারাবাহিককেই ধন্যবাদ জানালেন অভিনেত্রী। বললেন তাঁর ছোটবেলা নাকি ফিরিয়ে দিয়েছে জল থইথই ভালোবাসা।
জল থইথই ভালোবাসা প্রসঙ্গে অপরাজিতা
জল থইথই ভালোবাসা ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে যে দুর্গাপুজোর সময় কোজাগরীদের পাড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাটকে রাজার চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আর রানি মার চরিত্রে থাকবেন তাঁর শাশুড়ি মা। কিন্তু মঞ্চে উঠে তাঁরা যা করবেন সেটা দেখে সকলেই হেসে খুন।
আরও পড়ুন: দু বছর বয়সেই শরীর চর্চায় মন রাজার ছেলের! বাপ-বেটার কাণ্ডে হেসে কূলকিনারা পাচ্ছেন না মধুবনী
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের প্রোমোতে অনুষ্কাকে দেখে ক্ষুব্ধ নেটপাড়া, সকলের প্রশ্ন, ‘ওর ব্যাটিং পজিশন কী?’
এদিন অপরাজিতা এই বিশেষ পর্বের একাধিক সাজের ছবি পোস্ট করে লীনা গঙ্গোপাধ্যায় এবং জল থইথই ভালোবাসাকে ধন্যবাদ জানান। তিনি এদিন ফেসবুকে রাজার সাজে একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'অনেকদিন পর সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গেলাম। যখন যে কোন নৃত্যনাট্যে আমি রাজা সাজতাম। ধন্যবাদ জল থইথই ভালোবাসা, ধন্যবাদ লীনা গঙ্গোপাধ্যায়কে।'
কে কী বলছেন?
অনেকেই নানা মন্তব্য করেছেন তাঁর এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'এই সিরিয়ালে তোমার যে চরিত্র অভিনীত হচ্ছে, তার সঙ্গে আমার নিজের চরিত্রের এবং জীবনের একশো ভাগ মিল খুঁজে পাই দিদিভাই, তোমার অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি তুমি এত সুন্দর করে প্রত্যেকটা চরিত্র ফুটিয়ে তোলো আমারা মুগ্ধ হয়ে দেখি, আরও অনেক দিন দেখতে চাই তোমাকে, আমাদের অনেক ভালোবাসা দিলাম তোমাকে।' আরেকজন লেখেন, 'এই সিরিয়ালটা আমার খুব ভালো লাগে দিদি, শুধু এই সিরিয়াল নয় আপনি আমার খুব প্রিয় অভিনেত্রী, শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।' কেউ আবার লেখেন, 'আমি এমনিতেই কোনও সিরিয়াল দেখিনা, একদিন ফেসবুক দেখতে দেখতে জল থইথই ভালোবাসার শর্ট দেখতে পেলাম, বেশ ইন্টারেস্টিং লাগল, সেই থেকে এই সিরিয়াল নিয়মিত দেখি, কোনওদিন মিস করিনা।'