ইদের দিনই প্রকাশ্যে এসেছে সলমন খানের নতুন ছবির নাম। এআর মুরুগাদোসের পরিচালনায় আসছে সিকান্দর। আর সেই ছবিতেই মুখ্য ভূমিকায় থাকবেন সলমন খান। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ইদে মুক্তি পাবে এই ছবিটি। এবার এই ছবির বিষয়ে একটি নতুন তথ্য পাওয়া গেল। জানা গিয়েছে প্রীতম এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন।
সিকান্দর ছবিতে প্রীতমের গান
সলমন খান অভিনীত, এআর মুরুগাদোস পরিচালিত ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। বিশেষ করে যবে থেকে এই ছবিটির নাম প্রকাশ্যে এসেছে। এবার সিকান্দর ছবিটির বিষয়ে নতুন তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই ছবির নির্মাতারা। জানালেন প্রীতম এই ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন।
আরও পড়ুন: আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ?
প্রসঙ্গত প্রীতম বলিউডের অন্যতম খ্যাতনামা সঙ্গীত পরিচালক এবং গায়ক। তিনি ডাঙ্কি সহ লাভ আজকাল, তু ঝুটি ম্যায় মক্কার, রকি অউর রানি কি প্রেম কাহানি সহ একাধিক ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন।
সিকান্দর প্রসঙ্গে
সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে প্রায় ১০ বছর পর কাজ করতে চলেছেন সলমন খান। তারা এর আগে একসঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। জিৎ, জুড়ওয়া, হার দিল জো পেয়ার করেগা, মুঝসে শাদি করোগি, কিক ইত্যাদি। সূত্রের তরফে জানা গিয়েছে এই নতুন ছবিটির মানে সিকান্দরের শ্যুটিং পর্তুগালে হবে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশ এবং ভারতের বিভিন্ন প্রান্তেও শ্যুটিং হবে বলেই জানা গিয়েছে। ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি হবে এই ছবি।
আরও পড়ুন: 'খুন করতে যাইনি, খালি একটু ভয় দেখাতে...' সলমনের বাড়ির সামনে নির্বিচারে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তের
সিকান্দর নিয়ে কী লেখেন সলমন খান?
ইদের দিন সকাল সকাল তাঁর নতুন ছবির কথা ঘোষণা করলেন। আগেই জানা গিয়েছিল এআর মুরুগাদোসের পরিচালনায় নতুন ছবিতে ধরা দেবেন সলমন খান। কিন্তু সেই ছবির নাম কী হবে এতদিন জানা যায়নি। এবার সেটাই প্রকাশ্যে এল। এআর মুরুগাদোসের পরিচালনা এবং সলমন খান অভিনীত ছবিটির নাম সিকান্দর হবে। তেমনটাই জানালেন ভাইজান। এদিন সলমন খান ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেন। সেখানে নীল রঙের ব্যাকগ্রাউন্ডের উপর লেখা সলমন খানকে সিকান্দরের চরিত্রে দেখা যাবে। এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে সলমন খান লেখেন, 'এবারের ইদ বড়ে মিয়া ছোটে মিয়া এবং ময়দানের সঙ্গে কাটিয়ে নিন। পরের বছর ইদে সিকান্দরের সঙ্গে দেখা করতে আসবেন।' এরপর তিনি ভক্তদের ইদের শুভেচ্ছা জানান। লেখেন 'সবাইকে ইদের শুভেচ্ছা জানাই।'