খান পরিবারের অন্দর কী হয়? সেই নিয়ে কৌতুহল-কাটাছেঁড়া চলে হামেশা। ৬০ ছুঁইছুঁই সলমন এখনও অবিবাহিত। বাবা-মা'কে ঘিরেই তাঁর গোটা জগত। কোটি কোটি টাকার মালিক হয়েও আজও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একটা ছোট্ট রুমে থাকেন সলমন। গোটা খানদানকে আগলে রাখার দায়িত্ব ভাইজানের কাঁধে। ভাই-বোনেদের খুশির দিনে সবসময় পাশে তিনি। তবে ভাইয়েরাও কি একইভাবে সলমনের পাশে দাঁড়ান?
ডাম্ব বিরিয়ানি-তে অতিথি হিসাবে হাজির সোহেল-আরবাজ
আরবাজ খান ও মালাইকা আরোরা পুত্র আরহান খান শুরু করেছেন তাঁর পডকাস্ট শো ‘ডাম্ব বিরিয়ানি’। তার প্রথম এপিসোডেই দেখা গেল অভিনেতা আরবাজ খান ও সোহেল খানকে। ভাই ও ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে আরবাজ জানান, একটা সময় তিন ভাই খুব ঘনিষ্ঠ ছিলেন।
আরবাজ তিন ভাইয়ের সমীকরণ সম্পর্কে মুখ খুলেছেন। অভিনেতা বলেন, এটা সত্যি তারা প্রতিদিন একে অপরের সাথে কথা বলতে পারে না। তবে সঙ্কটের সময় সর্বদা পরস্পরের পাশে রয়েছেন। আরবাজ বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, আমরা একসঙ্গে থাকতাম। এরপর আমরা কাজ শুরু করি এবং বাড়ি থেকে বের হই। সলমন বিয়ে করেনি, কিন্তু আমরা (সে এবং সোহেল) বিয়ে করেছি এবং আলাদা হয়ে গেছি, তারপরে আমি ফের বিয়ে করেছি।’ বিয়ের পর আলাদা সংসার পেতেছিলেন আরবাজ, সোহেল, সেই কথাই স্মরণ করান দাবাং প্রযোজক।
সলমনের সঙ্গে রোজ দেখা বা কথা হয় না: আরবাজ খান
তিনি আরও যোগ করেন, সংকট এলে কখনও কখনও পরিবার আপনাকে হতাশ করে, তবে খান ভাইয়েরা একদম উলটো। আরবাজ বলে চলেন, 'বিষয়টি হ'ল, আমরা যখন ব্যক্তিগত কাজে আছি তখন আমরা হয়ত একসঙ্গে নেই, তবে আমরা সংকটের সময় সবাই একসঙ্গে আছি। তখনই মানুষ সাধারণত একে অপরের কাছ থেকে পালিয়ে যায়'। তিনি আরও বলেন, ‘সলমনের সঙ্গে আমি প্রায়শই দেখা করতে পারি না বা প্রায়শই যোগাযোগ করতে পারি না, তবে ও যদি বুঝতে পারে যে আমি ঝামেলার মধ্যে আছি, তবে সে এক মুহূর্তও দ্বিধা করবে না, আমাকে বা সোহেলকে সাহায্য করতে’।
আরবাজের ব্যক্তিগত জীবন
২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ -মালাইকার। ১৯৯৮ সালে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। তাদের একমাত্র পুত্র আরহান। ২০২৩ সালের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ।সেই বিয়ের আসরেও দেখা মিলেছিল সলমনের। অন্যদিকে সীমা সচদেবের সাথে ২০২২ সালে ডিভোর্স চূড়ান্ত হয় সোহেলের। তাঁদের দুই পুত্র সন্তান।
আরবাজের আসন্ন প্রোজেক্ট
সম্প্রতি আলভিরা খান ও সালমান প্রযোজিত 'ফারে' ছবিতে অভিনয় করেছেন আরবাজ। তিনি ডিজনি + হটস্টার চলচ্চিত্র 'পাটনা শুক্লাট প্রযোজনা করেছিলেন, এতে অভিনয় করেছিলেন রবিনা ট্যান্ডন এবং মানব ভিজ। শিগগিরই শ্রীদেবী বাংলোতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন আরবাজ খান।