ব্যক্তিগত জীবন থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। যদিও ফ্যান পেজের দৌলতে প্রায়ই ঝলকে সামনে আসা অরিজিত আর কোয়েলের ভিডিয়ো। সম্প্রতি এই দম্পতির দুর্গা পুজোর সময়ের একটি ভিডিয়ো এসেছে সামনে। যেখানে দেখা যাচ্ছে, নীল রঙের শাড়ি পরেছেন কোয়েল, আর হলুদ পঞ্জাবি গায়কের গায়ে। স্কুটারে চেপে এক মণ্ডপের পাশ থেকে যাচ্ছেন।
স্কুটার চালাচ্ছেন অরিজিৎ। পিছনে খোলা চুলে বসে কোয়েল। নেটপাড়ার বরাবরই মনে ধরে তাঁদের সারল্যে ভরা জীবন। যেখানে নেই কোনও দেখনদারি। নেই কোনও তারকাসুলভ আচরণ। জিয়াগঞ্জের লোকেদের কাছে অরিজিৎ এখনও ‘ঘরের ছেলে’।
আরও পড়ুন: পুজোয় লক্ষ্মীলাভ, দশম অবতারে কুপোকাত বাঘা যতীন-রক্তবীজ-মিতিন মাসি! ৬ দিনে কার আয় কত?
অরিজিৎ আর কোয়েলের লাভস্টোরি বরাবরই মন কাড়ে সকলের। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে থেকে কোয়েলের একটি মেয়েও রয়েছে। সব গোপন রেখেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। ২০১৪ সালে তারাপীঠে খুব ছিমছামভাবেই হয় তাঁদের বিয়েটা। কোয়েল আর অরিজিতের দুই ছেলে জুল আর আলি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখ বন্ধ রাখা পছন্দ করেন গায়ক। এমনকী, তাঁর আর কোয়েলের ‘গোপন বিয়ের’ ছবি যখন শিরোনামে আসছিল বারবার, তখনও চুপই ছিলেন তাঁরা। আরও পড়ুন: ‘মদ-গাঁজার প্রচার!’, পানীয় হাতে ছাদ পার্টির ভিডিয়োতে উদ্দাম নাচ, ট্রোলে শ্রীলেখা
সম্প্রতিই অরিজিতের নতুন গান সামনে এসেছে, তাও আবার সলমন খানের গলায়। টাইগার ৩ ছবির জন্য লেকে প্রভু কা নাম গেয়েছেন। যা ইতিমধ্যেই হিট। এই প্রথম সলমনের হয়ে প্লে ব্যাক করার সুযোগ পেলেন তিনি। ২০১৪ সালের একটি অ্যাওয়ার্ড শো-তে সঞ্চালনার দায়িত্বে থাকা সলমনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। মুখ ফসকে এমন কথা বলে বসেন, যা মনে আঘাত করে সলমনের। তারপর থেকে দাবাং খান মুখ ফিরিয়েই নিয়েছিলেন অরিজিতের থেকে। তবে সেই রাগ পড়েছে সম্প্রতি। দুজনের যুগলবন্দিতে নাচবে দর্শক টাইগার ৩ দেখতে গিয়ে। খবর রয়েছে, এই সিনেমায় সলমনের জন্য আরও একটা গানও গেয়েছেন। যা এখনও মুক্তি পাওয়ার অপেক্ষায়।
সলমন অরিজিতের গাওয়া গানটি নিয়ে জানিয়েছেন, ‘এটা একটা ডান্স ট্র্যাক। আমার তো দারুণ লেগেছে। আমার কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় ডান্স ট্র্যাক হতে চলেছে এই গান। আশা করছি গ্লোবাল হিট হবেই লেকে প্রভু কা নাম।’