২০২৩ সালেই সিনেমায় পা রেখেছেন শাহরুখ-কন্যা সুহানা খান। আর এবার মুক্তির অপেক্ষায় আরিয়ান খানের পরিচালনায় প্রথম প্রোজেক্ট। শ্যুট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর সেট থেকে আরিয়ানের ছবিও ভাইরাল।
অল ব্ল্যাক লুকে দেখা মিলল আরিয়ান খানের। কালো টি-শার্ট আর কালো প্যান্টে, বরাবরের মতো এবারেও হ্যান্ডসাম লাগছিল তাঁকে। ফোনে কথা বলতে দেখা গেল আরিয়ানকে। স্টারডম ওয়েব সিরিজ দিয়েই বলি দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন এই তারকা সন্তান।
বলিউড লাইফের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে, আরিয়ান খানের ‘স্টারডম’-এর গল্প দিল্লির একটি অল্পবয়সী ছেলের জার্নিকে তুলে ধরে যে, বিনোদন শিল্পে সাফল্য এবং স্বীকৃতি অর্জনের উচ্চাভিলাষ নিয়ে আসে শহর মুম্বইতে। এক সূত্রের মতে, 'স্টারডম'-এর গল্পটি দর্শকদের মাঝে সাড়া ফেলবেই, কারণ এটি বলিউডের আইকনিক ব্যক্তিত্ব শাহরুখ খানের স্ট্র্যাগলকে প্রতিফলিত করে এবং বিনোদনের জগতে তাঁর সাফল্যকে তুলে ধরবে।
তবে স্টারডম কখনোই শাহরুখ খানের বোয়েপিক নয়। বরং, দর্শকরা দিল্লির তরুণ ছেলের গল্প দেখতে পাবে, তবে তাতে ঝলখানি থাকতে পারে শাহরুখের জীবনযাত্রার। এই সিরিজের গল্পের সঙ্গে অনেকেই হয়তো বলিউড ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা শাহরুখ খানের জীবনীর মিল পাবেন।
ইতিমধ্যেই একাধিক সূত্রের তরফে জানানো হয়েছে যে, স্টারডমে নাকি বিশেষ একটি চরিত্রে ববি দেওলকে দেখা যাবে। কারও দাবি, হয়েছে শাহরুখ নিজেও নাকি ছেলের প্রথম কাজের অংশ হতে চেয়েছিলেন। কিন্তু আরিয়ান নিজেই সেটা হতে দেননি। 'অ্যানিমাল'-এর প্রচারের সময় অভিনেতা নিজেই রেড চিলিজের সঙ্গে তাঁর দৃঢ় বন্ধনের কথা উল্লেখ করেছিলেন। এই প্রোজেক্টে কেমিও করতে পারেন রণবীর কাপুরও।
২০২১ সালে একটি হাই প্রোফাইল মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে শাহরুখ পুত্রের। মুম্বইয়ের একটি লাক্সারি ক্রুজ জাহাজে রেইড করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। প্রায় ১ মাস তিনি ছিলেন জেলবন্দি। পরে তাঁর উপর লাগা সমস্ত অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয়।
এদিকে খবর বলছে, আরিয়ানের ওয়েব সিরিজের স্বত্ত্ব কিনতে চেয়ে নাকি কাড়াকাড়ি পড়ে গিয়েছে সর্বত্র। ১২০ কোটি টাকার পর্যন্ত অফার এসেছে স্ট্রিমিং রাইটস কিনে নিতে চেয়ে। তবে রাজি হননি শাহরুখ-পুত্র। এক সূত্র জানিয়েছে, আরিয়ান আগে মন দিয়ে এই সিরিজের শুট করতে এবং সেটাকে এডিট করতে চান। ওই ব্যক্তির কথায়, 'আজকাল যখন সিজন ১ মুক্তির আগেই তারকারা ২, ৩, ৪, ৫ সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন তখন এই ছেলেটির সততা দেখুন।'