বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Box Office Collection Day 10: অপ্রতিরোধ্য! ছুটছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া, 'জওয়ান'-এর বিশ্বব্যাপী আয় কত হল?

Jawan Box Office Collection Day 10: অপ্রতিরোধ্য! ছুটছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া, 'জওয়ান'-এর বিশ্বব্যাপী আয় কত হল?

শাহরুখ 'জওয়ান'

'জওয়ান'-এর ব্যবসার বিশ্বব্যাপী পরিসংখ্যান দিয়েছেন বিজয় মনোবালা। লিখেছেন, 'জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস ১০ দিনের মাথায় শনিবার ৭৫০কোটি টাকার ব্যবসা করেছে। এর পরবর্তী লক্ষ্য হবে ৮০০ কোটির ক্লাব। পরিসংখ্যান বলছে ছবিটির মোট আয় এখনও পর্যন্ত শুধুমাত্র দেশীয় বক্স অফিসে ৪৯১.০৯ কোটি টাকা।

শাহরুখ অপ্রতিরোধ্য। সঙ্গে তাঁর ‘জওয়ান’ও যেন দুরন্ত গতিতে ছুটেই চলেছে। বক্স অফিসে এখনও অপরাজেয় কিং খানের ছবি। রবিবার ফিল্ম বাণিজ্য বিশ্লেষক বিজয় মনোবালা রবিবার জানাচ্ছেন, জওয়ানের ব্যবসা ৭৫০ কোটি ছাপিয়ে গিয়েছে। মাত্র ১০ দিনে জওয়ান বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার কাছাকাছি ছাপিয়ে গিয়েছে। প্রসঙ্গত 'জওয়ান' মুক্তি পেয়েছে হিন্দি, তেলুগু, তামিল ভাষায়।

বিশ্বব্যাপী জওয়ান বক্স অফিস কালেকশন

X-এ (আগে টুইটার নামে পরিচিত) 'জওয়ান'-এর ব্যবসার বিশ্বব্যাপী পরিসংখ্যান দিয়েছেন বিজয় মনোবালা। লিখেছেন, 'জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস ১০ দিনের মাথায় শনিবার ৭৫০কোটি টাকার ব্যবসা করেছে। এর পরবর্তী লক্ষ্য হবে ৮০০ কোটির ক্লাব। জওয়ানের বিশ্বব্যপী ব্যবসার পরিসংখ্যান যথাক্রমে ১ম দিন ১২৫.০৫ কোটি, ২য় দিন ১০৯.২৪ কোটি, ৩য় দিন ১৪০.১৭ কোটি, ৪র্থ দিন ১৫৬.৮০ কোটি, ৫ম দিন ৫২.৩৯ কোটি, ৬ দিন ৩৮.২১ কোটি, ৭ম দিন ৩৪.০৬, ৮ম দিন ২৮.২৯ কোটি, ৯ দিন ২৬.৩৫ কোটি, ১০ম দিন ৫১.৬৪ কোটি, মোট ৭৬২.৭০ কোটির ব্যবসা করেছে ছবিটি।

আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর

আরও পড়ুন-সেদিন সলমন আমার সঙ্গে ছিলেন, আমাদের হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, অকপট প্রাক্তন সোমি আলি

Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, জওয়ান মুক্তির প্রথম দিনে ৯০ কোটি, দ্বিতীয় দিনে ৬৪ কোটি, তৃতীয় দিনে ৯৩.০৫ কোটি, চতুর্থ দিনে ৯৬.০৩ কোটি, পঞ্চম দিনে ৪০ কোটি  ষষ্ঠ দিনে ৩১.২ কোটি সপ্তম দিনে ২৮ কোটি, আট দিনে ২৫.০৯ কোটি এবং নবম দিনে ২৩ কোটি টাকা আয় করেছে। ছবিটির মোট আয় এখন পর্যন্ত ৪৯১.০৯ কোটি টাকা Sacnilk.com এর মতে, প্রথমিক তথ্য অনুযায়ী জওয়ান দশম দিনে (দ্বিতীয় শনিবার) ভারতে ৩১.৫০ কোটি টাকা আয় করেছে। তবে এই পরিসংখ্যান শুধুমাত্র ভারতীয় বক্স অফিসের। বিশ্বব্যাপী আয় ৭৬২.৭০ কোটি টাকা।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে 'জওয়ান'-এর সাফল্য উদযাপন করেছেন শাহরুখ। সেখানে ছবির সমস্ত কলাকুশলী, টেকনিশিয়ানস সহ অভিনেতা-অভিনেত্রী, কাউকেই এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি বাদশা। জানিয়েছেন, গত ৪ বছর ধরে দিনরাত এক করে সমস্ত কলাকুশলীা বাড়ি ছেড়ে মুম্বইয়ে থেকে এই ছবির জন্য কাজ করেছেন। তাই এই শুভেচ্ছা সকলের প্রাপ্য। 

‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার। ছবির স্টারকাস্টে নাম রয়েছে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, সানিয়া মলহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরাদের। আর এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলায় শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র পূর্ণিমা কখন পড়ছে? শুভ দিনে রয়েছে রবি যোগ! রইল তিথি ৬ দিন পর কর্কটে প্রবেশ সেনাপতির, শুভ সময় আসছে ৩ রাশির, করতে পারেন শুরু নতুন কাজ বাঙালি না হয়েও মনেপ্রাণে তিনি বঙ্গতনয়া, দুর্গাপুজোয় ঢাক বাজালেন বিদ্যা গডস প্ল্যান…. কেকে ডুবিয়ে রিঙ্কুর জন্মদিন সেলিব্রেশনে মাতলেন সতীর্থরা মধ্যস্থতা চান না জুনিয়র ডাক্তাররা, এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী-অনীকদের 'অত্যন্ত সংবেদনশীল...', ভারত-কানাডা সংঘাতের আবহে মোদীকে বার্তা কংগ্রেসের ফের মূল্যবৃদ্ধি, একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! তালিকায় কী কী? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মুর্শিদাবাদে খুন, অভিযোগের তির হুমায়ুঁ কবিরের দিকে ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.