বাংলা নিউজ > বায়োস্কোপ > সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

খুশির জোয়ারে ভাসছে বাংলার সাহিত্য-সংস্কৃতি মহল। সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মান পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 

বাংলা সাহিত্যের মুকুটে নতুন পালক জুড়ল বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৌজন্যে। সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন ‘মানবজমিন’-এর স্রষ্টা। ‘অমর সাহিত্যের স্রষ্টা’দের এই বিরল সম্মানে ভূষিত করে থাকে সাহিত্য অ্যাকাডেমি। বলা যায়, এটি সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান। 

চলতি বছর বাঙালির গর্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও সাতজন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য অ্যাকাডেমি। তালিকায় রয়েছেন ছোটদের প্রিয় লেখক, রাসকিন বন্ড (ইংরাজি), মারাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডের নামও। 

সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য তথা বিশিষ্ট কবি সুবোধ সরকার ফেসবুকে পোস্টে অভিনন্দন জানিয়েছেন শীর্ষেন্দুবাবুকে। তিনি লেখেন, ‘শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন আজ। তিনি অকাদেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন। সঙ্গে আরও সাতটি ভাষা থেকে আরও সাতজন ভারত বিখ্যাত লেখককে সম্মান জানাল সাহিত্য অকাদেমি। যেমন রাসকিন বন্ড আছেন, তেমনি আছেন বালচন্দ্রন নেমাড়ে। একটি বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দুদার হাতে অকাদেমি এই সম্মান তুলে দেবে। বাংলায় সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ ঘোষ-এর পর অনেকদিন বাদে আবার একজন কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। শীর্ষেন্দুদা, আপনার সম্মানে আমরা আজ সম্মানিত’।

শীর্ষেন্দু তাঁর সৃষ্টির জন্য এর আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক। 

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আগে সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষের মতো ব্যক্তিত্বরা সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হয়েছেন। বাংলা সাহিত্যের সর্বত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অবাধ বিচরণ। ১৯৬৭ সালে প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’-র সঙ্গে পাঠক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘কাগজের বউ’, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘দূরবীন’-এর মতো কালজয়ী উপন্যাস বাঙালিকে উপহার দিয়েছেন তিনি। কিশোর-কাহিনিতেও তাঁর জুড়ি মেলা ভার। ‘গোঁসাইবাগানের ভূত’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’,‘পাতালঘর’- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি। 

সাহিত্য অ্যাকাডেমির তরফে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘পুলিশ সঙ্গে না থাকলে এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে ১ মিনিট লাগবে না’ নিয়োগ নাকি অবৈধ! চারমাস পারিশ্রমিক না পেয়ে জেলাশাসকের দরবারে অতিথি অধ্যাপকরা আহত বৃদ্ধের মৃত্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করল তৃণমূল কংগ্রেস ‘সুলি পে লটকা, হর এক বান্দা’, আনোয়ারের শাস্তি হতেই পোস্ট মোহনবাগানের স্বাস্থ্য প্রকল্পের তালিকায় আরও ৬টি রোগ, চিকিৎসার সুবিধা পাবেন সরকারি কর্মীরা খেলা শুরুই হয়নি, এদিকে টয়লেটে বাসন ধোয়া নিয়ে জোর বিতর্কে গ্রেটার নয়ডার স্টেডিয়াম ২৪ বছরের দাম্পত্যে ইতি! আরবাজের পর ৫৩-তে দ্বিতীয় বিয়ে সারছেন সলমনের ভাই সোহেল? ‘‌রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত’‌, চাকরিপ্রার্থীদের সঙ্গে বসলেন কুণাল শ্রীরামপুর: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের! কোন অভিযোগ? ‘অপমান করলেন, যাব না,’ অপেক্ষা করছিলেন মমতা, সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.