বিগ বস ১৭ এর অন্যতম স্টার পারফর্মার ছিলেন আয়েশা খান। তিনি পেশায় একজন অভিনেত্রী এবং মডেল। ছোট পর্দায় কাজ করে তিনি নানা সময় নানা ধারাবাহিকে নজর কেড়েছেন। কিন্তু জানেন কি এত খ্যাতনামা একজন অভিনেত্রী হওয়া সত্বেও তাঁকে শিকার হতে হয়েছে যৌন হেনস্থার।
আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু
কী ঘটেছে আয়েশা খানের সঙ্গে?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়েশা খান নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে জানিয়েছেন, 'আজও মেয়েদের রাস্তাঘাটে নানা অপমান, অসম্মান সহ্য করতে হয়। রাস্তাঘাটে কোনও মেয়েই যেন নিরাপদ নন।' কিন্তু কোন ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি?
একবার নয়, একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন আয়েশা খান। বিগ বস ১৭ এর এই প্রতিযোগী জানিয়েছেন, 'আমি একবার শ্যুট করছিলাম। সেই ফটোশ্যুটে আমায় নেটের পোশাক পরতে হয়েছিল। একই সঙ্গে আমায় নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন সেই নেটের পোশাকের ভিতর অন্তর্বাস না পরি। আমি প্রথমে না করলেও আমায় পরে মাধুরী দীক্ষিতের উদাহরণ দিয়ে বলা হয় উনিও করেছিলেন। এটা না করলে স্টার হওয়া যাবে না।'
আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?
একই সঙ্গে আরও একটি ঘটনার স্মৃতি হাতড়ে তিনি বলেন তিনি তখন মালাডে থাকতেন। বিকেলে একদিন ফুচকা খেতে রাস্তায় বেরিয়েছিলেন তখনই এক মধ্য বরস্ক ব্যক্তি এসে তাঁকে অপমানজনক মন্তব্য করেছিলেন। অভিনেত্রীর কথায়, 'এক ব্যক্তি এসে আমায় বলেছিলেন বাহ তোমার স্তনগুলো তো বেশ সুন্দর। সেটা শুনে চমকে উঠেছিলাম।' এরপর তিনি আরও একটু ঘটনার কথা মনে করে বলেন একদিন তিনি অটো করে কোথাও যাচ্ছিলেন তখন এক ব্যক্তি বাইকে করে তাঁকে ফলো করতে থাকেন। এমনকি হাত বাড়িতে বারবার তাঁকে খারাপ উদ্দেশ্যে ছোঁয়ার চেষ্টা পর্যন্ত করেন। অভিনেত্রী জানান তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলেন।