আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পাচ্ছে মির্জা। ইদের সময় ১০ এপ্রিল আসছে এই ছবি। সেই ছবি প্রসঙ্গে কী জানালেন অঙ্কুশ হাজরা?
মির্জা নিয়ে কী বললেন অঙ্কুশ?
অঙ্কুশ হাজরা প্রযোজিত প্রথম ছবি হল মির্জা। তিনি এবং ঐন্দ্রিলা সেন নানা ভাবে এই ছবিটির জমিয়ে প্রচার করেছেন। দর্শকদের মধ্যেও এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ছবিটি নিয়ে। এই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কুশ বলেছিলেন, 'এই ছবিটির সবথেকে বড় ইউএসপি হল এর জ্যঁর। মানুষ এই ধরনের ছবি দেখতে চাইছে। কিন্তু বানানো হচ্ছে না। আমরা তাই চেয়েছিলাম যাতে এই ছবিটি এমন ভাবে তৈরি করব যাতে এটাকে বাংলার অন্যতম মোস্ট প্রিমিয়াম লুকিং ছবি বলে মনে হয়। কমার্শিয়াল ছবিকে বাঁচাতে হবে বলে যা খুশি বানিয়ে দেওয়া যায়। কিন্তু কমার্শিয়াল ছবির মতো ছবি তৈরি করা কঠিন। দক্ষিণী ইন্ডাস্ট্রি দেখিয়েছে সেটা যে কীভাবে কমার্শিয়াল ছবি বানাতে হয়। বাংলা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর সেই ভুল সংশোধন করার একটা ছোট পদক্ষেপ হল এই মির্জা।'
আরও পড়ুন: ইদের আগে শেষ জুম্মার ইফতারে তৃণমূলের তারকা প্রার্থীর ভিড়! কী কী খেলেন দেব-রচনারা?
প্রযোজক হিসেবে প্রথম ছবি, অভিজ্ঞতা কেমন?
এই বিষয়ে অঙ্কুশ জানিয়েছেন, 'যাঁরা এই ছবির সঙ্গে জড়িয়ে তাঁদের কাছে এই ছবিটি নিজেদের সন্তানের মতো। যাঁরা জড়িয়ে নেই তাঁদের অনেকেও সমর্থন করেছেন।' অন্যদিকে ঐন্দ্রিলা জানিয়েছেন সকলেই সমর্থন করেছেন তাঁদের এই ছবিটিকে। ভালোবাসা পেয়েছে।
আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু
কিন্তু নির্বাচনী আবহে আসছে মির্জা। সেটা নিয়ে কোথাও চাপ রয়েছে? এই বিষয়ে অঙ্কুশ জানিয়েছেন সেটা নিয়ে একেবারেই তিনি চিন্তা করছেন না। কারণ তিনি জানেন এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে। তাই গরম, নির্বাচনী আবহ সব উপেক্ষা করেই মানুষ হলে আসেবন।
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটির পরিচালনা করেছেন সুমিত সাহিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়কে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবিতে একটি গ্যাংস্টারের গল্প বলা হবে। এই ছবিটির প্রযোজনা করেছেন অঙ্কুশ হাজরা।