বাংলা নিউজ > বায়োস্কোপ > Arpita Khan: ফুটপাথে জন্ম, তারপর দত্তক সেলিম-সালমার! ‘ছোট থেকেই অভ্যস্ত…’, কেন বললেন সলমের বোন অর্পিতা

Arpita Khan: ফুটপাথে জন্ম, তারপর দত্তক সেলিম-সালমার! ‘ছোট থেকেই অভ্যস্ত…’, কেন বললেন সলমের বোন অর্পিতা

সেলিম ও সালমা খান দত্তক নিয়েছিলেন অর্পিতাকে।

বলিউডের বিখ্যাত খান পরিবারের অংশ তিনি। সলমনের বড় আদরের। তবে সেকারণেই হয়তো একটু বেশি আসেন ট্রোলের নজরে। খুব ছোট বয়সেই অর্পিতাকে দত্তক নিয়েছিলেন সেলিম আর সালমা খান। 

সলমন খানের সবচেয়ে আদরের বোন তিনি। এমনকী, পানভেলের যে ফার্মহাউজ নিয়ে এত আলোচনা চলে, যেখানে অবসর পেলেও ছুটে যান ভাইজান, সেটাও আসলে সেলিম খান ও সালমা খানের দত্তক কন্যা অর্পিতা খানের নামেই রেজিস্ট্রি করা। এমনকী নাম অর্পিতা ফার্মস। তবে ঐশ্বর্য আর খ্যাতি দুই থাকলেও, অনলাইন ট্রোলের হাত থেকে বাঁচতে পারেন না তিনি। নেট-নাগরিকদের বড় একটা অংশ তাঁকে ট্রোল করে, তাঁর চেহারার জন্য। সম্প্রতি এই নিয়ে কথা বললেন, অর্পিতার অভিনেতা স্বামী আয়ুশ শর্মা। 

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুশকে বলতে শোনা গেল, ‘অর্পিতা আমায় বলে, 'লোকেরা ছোটবেলা থেকেই আমার চেহারা নিয়ে সমালোচনা করে আসছে। আমি পরোয়া করি না। ওঁরা যা চায় তাই বলতে পারেন।’

আরও পড়ুন: বয়সে ছোট রাষ্ট্রপতির পা ছুঁয়ে প্রণাম ঊষার! শিল্পে খাস অবদান,পদ্মভূষণ পেলেন মিঠুন

এমনকী শ্যামলা গায়ের রঙের জন্য যেভাবে অর্পিতার সমালোচনা করা হয়, তা তাঁকে হতবাক করে বলেই জানান আয়ুষ। প্রশ্ন তুললেন, ‘ভারতের অধিকাংশ মানুষের গায়ের রংই তো তাই। তাহলে কীসের এত সমালোচনা।’ নিজের প্রসঙ্গ টেনে অন্তিম অভিনেতা বলেন, ‘আমি শিমলায় জন্মেছি। আমরা ওখানকার মানুষ। আমার গায়ের রং তাই ফর্সা। এটা নিয়েও সমালোচনা করা হয় আমার বা ওর। কিন্তু কারও গায়ের রং শ্যামলা হলে সমস্যাটা কোথায়? গায়ের রং কি কখনও কোনও মানুষকে বিচার করার চাবিকাঠি হতে পারে?’

আরও পড়ুন: ভাইয়ের জন্য প্রার্থনায় দিল্লির নিজামুদ্দিন দরগায় অর্পিতা, বাড়ি ছাড়ছেন সলমন!

অর্পিতা খান এবং আয়ুশ শর্মা গাঁটছড়া বেঁধেছেন ২০১৪ সালে। তাঁদের দুই সুন্দর সন্তান, ছেলে আহিল এবং মেয়ে আয়ত। আয়ুশ তার আসন্ন সিনেমা 'রুসলান'-এর প্রচারে ব্যস্ত। চলতি বছরের ২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে রুসলান। এর আগে তাঁকে দেখা যায় সলমন খানের সঙ্গে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ সিনেমায়। আর প্রথম কাজ ছিল লাভযাত্রী। 

আরও পড়ুন: ভ্যাপসা গরমে আদুর গায়ে ছবি দিলেন রুবেল! দেখেই ফিদা ‘বউ’ শ্বেতা, কী লিখলেন নায়িকা

মুম্বইয়ের ফুটপাথের এক গৃহহীন মহিলার গর্ভেই জন্ম হয়েছিল অর্পিতার। অর্পিতা যখন শিশু, মৃত্যু হয় তাঁর মায়ের। মায়ের মরদেহর পাশে বসে কাঁদছিল ছোট্ট মেয়েটি। সেলিম-সালমা গাড়ি থেকে সেই দৃশ্য দেখে নেমে পড়েন সেলিম-সালমা। দত্তক নেন সেই মেয়েটিকে। তবে বাড়ির লোকের মতো অভিনয়ে আসতে চাননি তিনি, ফিল্মি পরিবেশে বড় হওয়ার পড়েও। বরং ছোট থেকেই মন ছিল পড়াশোনাতে। লন্ডন স্কুল অব ফ্যাশন থেকে উচ্চশিক্ষা। বর্তমানে মুম্বইয়ে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করেন।

 

বায়োস্কোপ খবর

Latest News

'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.