এই মুহূর্তে আক্ষরিক অর্থে বলিউডের গ্লোবাল আইকন দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্বল করেই চলেছেন রণবীর সিং ঘরণী। রবিবার রাতে বাফটা (BAFTA)-র মঞ্চে দেখা মিলল দীপিকার। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টের মঞ্চে উপস্থাপক হিসাবে হাজির হয়েছিলেন বলিউডের ‘পিকু’।
সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শিমারি শাড়ি, সঙ্গে পিঠখোলা ব্লাউজ আর মানানসই মেকআপে মোহময়ী দীপিকা। বলিউডের এক নম্বর নায়িকা খানিকটা হলেও উপেক্ষিত পশ্চিমী মিডিয়া ও সিনেপ্রেমীদের কাছে। বাফটার রেড কার্পেটে দীপিকার গ্ল্যামারাস লুকের প্রশংসা করলেও এক নেটিজেন অভিনেত্রীকে চিনতে না পেরে ‘ব়্যানডম গার্ল’ বলে উল্লেখ করেন, ব্যাস ওমনি চোটে লাল দীপিকা ভক্তরা।
দীপিকার রেড কার্পেট লুক শেয়ার করে ওই নেটিজেন লেখেন, ‘আমি জানি না মেয়েটা কে? তবে খোদার কসম বলছি, দুয়া লিপা যদি এমন সুন্দর সেজে না আসে…’।
এরপরই ওই নেটিজেনের ক্লাস নিয়ে উদ্যোগী হন দীপিকা ভক্তরা। একজন লেখেন, ‘হু সি ইজ! উনি হলেন বলিউডের এক নম্বর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যান গিয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়ান’। অপর এক পোস্টে দীপিকাকে ‘ব়্যানডম গার্ল’ বলে উল্লেখ করে নায়িকার লুকের তারিফ করেন ওই নেটিজেন। তাতে দীপিকা ভক্তদের কড়া জবাব, ‘আপনি কিছুই জানেন না, এই যেমন-তেমন মেয়েটা বলিউডের এক নম্বর নায়িকা’।
দীপিকা ভক্তদের এই দাবি মিথ্যে নয়। দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর দুটো ছবি ১০০০ কোটির ব্যবসা করেছে। ২০২৩ দীপিকার পেশাদার কেরিয়ারের অন্যতম সেরা বছর। শুরুটা হয়েছিল ‘পাঠান’ দিয়ে এরপর ‘জওয়ান’ মুক্তি পায়। নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েছে দীপিকা-হৃতিকের ফাইটার, সেই ছবি যদিও তেমন সাড়া ফেলেনি।
প্রসঙ্গত, হলিউডে বছর কয়েক আগেই পা রেখেছেন দীপিকা পাড়ুকোন । ভিন ডিজেলের মতো অভিনেতার সঙ্গে ট্রিপল এক্স ফ্রাঞ্চাইসিতে কাজ করেছেন। যে ছবি প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল তারপরেও অনেকসময় দীপিকাকে চিনতে পারে না সেখানকার সংবাদমধ্যম। বছর খানেক আগেই নোভাক জকোভিচের পাশে দীপিকার ছবি ক্যাপশনে নায়িকাকে টেনিস তারকার ‘ফিমেল কম্পানিয়ান’ অর্থাৎ মহিলা সঙ্গী হিসাবে উল্লেখ করা হয়।
যদিও তাতে থেমে নেই দীপিকা। গত বছর ফিফা বিশ্বকাপের মঞ্চে একবার তিনি দেশকে গর্বিত করে এসেছেন। অস্কারের মঞ্চেও উপস্থাপক হিসাবে পাওয়া গিয়েছিল তাঁকে। ‘নাটু নাটু’ গানের সঙ্গে হলিউডের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই দীর্ঘাঙ্গী। কান চলচ্চিত্র উৎসবের জুরির আসনেও দেখা মিলেছে তাঁর। মেট গালার আসরেও নিয়মিত দীপিকা। এতকিছুর পরেও কেন হলিউডে যোগ্য সম্মান পাচ্ছেন না প্রকাশ পাড়ুকোন কন্যে? প্রশ্নটা রয়েই গেল!