বাংলা নিউজ > বায়োস্কোপ > Sovan-Baishakhi: রয়েছে জলদিই বিয়ের শখ! ফেসবুকে কেন শোভনের নাম নিজের নামের আগে জুড়েছেন বৈশাখী?

Sovan-Baishakhi: রয়েছে জলদিই বিয়ের শখ! ফেসবুকে কেন শোভনের নাম নিজের নামের আগে জুড়েছেন বৈশাখী?

কেন ফেসবুকে প্রোফাইলের নাম বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়?

এমনিতেও একে-অপরের প্রেমে হাবুডুবু খান শোভন-বৈশাখী। একে-অপরকে চোখে হারান বললেও ভুল হবে না। ফেসবুক প্রোফাইলেও রয়েছে তাঁদের এই ভালোবাসার ছাপ। 

অনেকেই হয়তো খেয়াল করে দেখেন ফেসবুকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রোফাইলের নাম ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’। বছরখানেক আগেও শুধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় নামেই তিনি ছিলেন ফেসবুকে। তবে ২০২১ সালের জুন মাস নাগাদ হঠাৎই নিজের নামের সঙ্গে ‘শোভন’ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তা জানেন, হঠাৎ কেন এমন কাণ্ড?

এমনিতেও একে-অপরের প্রেমে হাবুডুবু খান শোভন-বৈশাখী। একে-অপরকে চোখে হারান বললেও ভুল হবে না। গত বছরই মনোজিতের সঙ্গে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে বৈশাখীর। আপাতত তিনি একা। যদিও রোজ নিয়ম করে শোভনের নামের সিঁদুর দিয়ে রাঙান সিঁথি। পরেন মঙ্গলসূত্র। এদিকে শোভন জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রত্না চট্টোপাধ্যায়ের থেকে ডিভোর্স নেওয়ার। দুজনেরই ইচ্ছে, শোভনের অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। 

ফেসবুকে নিজের নামের সঙ্গে শোভনের নাম জোড়ার সিদ্ধান্ত ছিল বৈশাখীর একান্ত নিজস্ব। সেই সময় বৈশাখীকে বলতে শোনা গিয়েছিল, ‘শোভনের পদবিটা রত্নাই ব্যবহার করুক না হয়। আমি আমার পিতৃদত্ত পদবিটাই ব্যবহার করব। শুধু সঙ্গে শোভনের নামটা জুড়ে নিলাম।’

বৈশাখী সেই সময় পরিষ্কার ভাবে জানিয়ে দেন,  শোভন সোশ্যাল মিডিয়ায় সচ্ছন্দ নন। সেকারণেই সোশ্যালে তাঁর নাম জুড়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যেখানে কেউ প্রয়োজন পড়লে নির্দিধায় শোভনের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। এবার দুজন মিলে চালাবেন এই প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের কভার ফোটো থেকে প্রোফাইল পিকচার দুটোতেই সদাহাস্য দুটি মুখ। 

বৈশাখীর সঙ্গে শোভনের গোলপার্কের এই ফ্ল্যাটে থাকেন তাঁর মেয়ে মহুলও। ভালোবেসে মহুল আর শোভন একে-অপরকে দুষ্টু বলে ডাকে। বৈশাখী জানিয়েছেন, তাঁর মেয়েকে নিজের সন্তানের মতোই আপন করে নিয়েছেন শোভন। মহুলেরও শোভনের প্রতি খুব টান। বাড়িতে থাকলে দুজনে বেশিরভাগ সময়টা একইসঙ্গে থাকেন। খেলা করেন, গল্প করেন। এমনকী, মহুলকে রাতে ঘুমও পাড়ান শোভন। 

শোভন একবার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘মহুল স্কুলে গেলেই বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। ও বাড়িতে ফিরলেই আবার ঘরগুলো ভরে ওঠে। রাতে মহুল ঘুমোতেও আসে আমার কাছে। তবে অনেকসময় এরকম হয় মহুলকে ঘুম পাড়িয়ে আমি আর বৈশাখী আলাদা ঘরে গিয়ে ওয়েব সিরিজ দেখতে বসে যাই। তারপর দেখা যায় আমরা যখন গোটা সিরিজটা শেষ করে ঘুমোতে যাচ্ছি, তখন হয়তো মহুল ঘুম থেকে উঠছে।’

শোভন-বৈশাখীর কথা থেকেই স্পষ্ট মহুলকে নিয়ে তাঁদের সুখের সংসার। 

 

বায়োস্কোপ খবর

Latest News

দ্বিতীয় দফাতেও বাংলায় ঝপ করে কমল ভোটদানের হার, কোন কেন্দ্রে কত পড়ল জেনে নিন কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ?

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.