বাংলা নিউজ > বায়োস্কোপ > Lyricist Nasir Faraaz Dies: বাজিরাও মাস্তানি, কাইটস-খ্যাত গীতিকার নাসির ফারাজ প্রয়াত, ভুগছিলেন হৃদরোগে

Lyricist Nasir Faraaz Dies: বাজিরাও মাস্তানি, কাইটস-খ্যাত গীতিকার নাসির ফারাজ প্রয়াত, ভুগছিলেন হৃদরোগে

গীতিকার নাসির ফারাজ প্রয়াত।

নাসির ফারাজ হৃদরোগে ভুগছিলেন। সাত বছর আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। রবিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

প্রখ্যাত বলিউড গীতিকার নাসির ফারাজ রবিবার সন্ধ্যায় মারা গিয়েছেন। গায়ক মুজতবা আজিজ নাজা নিশ্চিত করেছেন এই খবর। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় মুজতবা শেয়ার করেছেন যে, নাসির ফারাজ হৃদরোগে ভুগছিলেন। সাত বছর আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। আয়াত গায়ক জানান, রবিবার সন্ধ্যায় নাসিরের বুকে ব্যথা শুরু হয় তবে হাসপাতালে যাননি। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গীতিকার ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশনের কাইটসের দুই জনপ্রিয় গান ‘দিল কিয়ু ইয়ে মেরা শোর করে’ এবং ‘জিন্দেগি দো পাল কি’-সহ একাধিক হিট গান লিখেছেন। নাসির ‘বাজিরাও মাস্তানি’, ‘কৃশ’, ‘কাবিল’ এবং ‘লাভ অ্যাট টাইম স্কোয়্যার’-সহ নানা সিনেমার জন্য গান লিখেছেন।

মুজতবা আজিজ নাজা তাঁর বন্ধু ও গীতিকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। নাসির ফারাজের একাধিক ছবির একটি সিরিজ শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে একটি দীর্ঘ নোট লেখেন, ‘নাসির ফারাজ আজ আমাদের মাঝে নেই। তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন সুপরিচিত গীতিকার ছিলেন এবং আমি তাঁকে ১২ বছর ধরে চিনতাম। আমরা বাজিরাও মাস্তানি এবং হেমোলিম্ফের মতো প্রকল্পে একসঙ্গে কাজ করেছি। তিনি আমার কাছের বন্ধু ছিলেন। প্রত্যেকের জীবনে এমন একজন ব্যক্তি থাকে যার সাথে ঝগড়া করলেই মন খারাপ হয়ে যায় এবং এটি তাঁকে প্রভাবিত করে, আমার জীবনের এমন ব্যক্তি ছিলেন নাসিরসাহেব। এটি আমাদের একসঙ্গে তোলা শেষ ছবি।’

রিপোর্ট অনুসারে, মঙ্গলবার মুম্বইয়ের নালাসোপাড়া কবরস্থানে এই জনপ্রিয় গীতকারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

বন্ধ করুন