বাংলা নিউজ > বায়োস্কোপ > Hubba-Mosharraf Karim: ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করলো…’, হুগলির একসময়ের ত্রাস 'হুব্বা' শ্যামলের স্মৃতি ফেরালেন মোশারফ করিম

Hubba-Mosharraf Karim: ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করলো…’, হুগলির একসময়ের ত্রাস 'হুব্বা' শ্যামলের স্মৃতি ফেরালেন মোশারফ করিম

'হুব্বা' টিজার

একসময় হুগলির ত্রাস ছিল 'হুব্বা শ্যামল' ওরফে শ্যামল দাস। তাঁকে নাকি বলা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’, খুন, মাদক পাচার সহ বহু পুলিশ কেস ছিল তাঁর নামে।  ২০১১ সালে বৈদ্যবাটীর এক খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। হুগলির সেই কুখ্যাত অপরাধীর জীবন নিয়েই এই 'হুব্বা' ছবিটি বানিয়েছেন ব্রাত্য বসু।

‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করলো, তাহলে সে কীসের কুত্তা?’ প্রথম ঝলকেই এমন কথা শোনা গেল ব্রাত্য বসুর 'হুব্বা'র মুখে। শুক্রবার মুক্তি পাওয়া 'হুব্বা'র টিজারে ধরা পড়ল তাঁর কার্যকলাপ। এই 'গ্যাংস্টার' হুব্বাকে কখনও পাড়াতে বন্দুক হাতে ঘুরতে দেখা গেল, কখনও আবার রাতের অন্ধকারে মহিলাদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল। কখনও আবার চালাচ্ছেন অপরাধ জগতের নানান কাজকর্ম।

একসময় হুগলির ত্রাস ছিল 'হুব্বা শ্যামল' ওরফে শ্যামল দাস। তাঁকে নাকি বলা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’, খুন, মাদক পাচার সহ বহু পুলিশ কেস ছিল তাঁর নামে। তবে পুলিশ তাঁকে যতবারই গ্রেফতার করেছে, তিনি জামিন পেয়ে গিয়েছেন। একসময় ভোটেও দাঁড়াতে চেয়েছিলেন তিনি। ২০১১ সালে বৈদ্যবাটীর এক খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। হুগলির সেই কুখ্যাত অপরাধীর জীবন নিয়েই এই 'হুব্বা' ছবিটি বানিয়েছেন ব্রাত্য বসু। শুক্রবার মুক্তি পেয়েছে তারই টিজার। যেখানে হুব্বা শ্যামলের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের নামী অভিনেতা মোশারফ করিমকে। আর CID আধিকারিকের বেশে দেখা গেল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকেও। এছাড়াও এই ছবিতে দেখা যাবে বেশ কয়েকজন নাট্য ব্যক্তিত্বকেও। এই ছবিতে পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতি, অপরাধ জগতের কাজকর্ম উঠে আসবে।

আরও পড়ুন-Hubba-Mosharraf Karim: ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করলো…’, হুগলির একসময়ের ত্রাস 'হুব্বা' শ্যামলের স্মৃতি ফেরালেন মোশারফ করিম

আরও পড়ুন-Gadar 2, OMG 2: গদর-২, ওএমজি-২ এবং জেলর, শুক্রবারই বক্স অফিসে কালেকশন ছাড়াতে পারে ৭৫ কোটি টাকা

আরও পড়ুপন-Exclusive Rukmini Maitra: লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জানি আমি পরিশ্রমী: রুক্মিণী

আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ

গত বছর অক্টোবরে কলকাতায় এসে ব্রাত্য বসু 'হুব্বা' ছবির শ্যুটিং করেছিলেন মোশারফ করিম। এই ছবির প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। পরিচালক ব্রাত্য বসু ও প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটা দ্বিতীয় ছবি। এর আগে এই পরিচালক-প্রযোজক জুটি ‘ডিকশনারি’ ছবিটি বানিয়েছিলেন। 'হুব্বা' টিজার ভিডিয়ো পোস্ট করে প্রযোজক ফিরদৌসুল হাসান লিখেছেন, ‘একসময় মৃত্যুর তাণ্ডব দেখাত হুব্বা’। ব্রাত্য বসু জানিয়ছেন, থ্রিলার ও কমেডির মিশ্রনে এই ছবি তৈরি হয়েছে।

 

বন্ধ করুন