এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মা হতে চলার সুখবর প্রকাশ্যে এনেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। তবে অভিনেত্রীর আনন্দের মুহূর্তকে কুৎসিত প্রশ্নবাণে বিঁধতে ছাড়েননি অনেকেই। নীতিপুলিশরা প্রশ্ন তুলেছিলেন, তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে। মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা।
জুলাই মাসে নিজের বিদশি সঙ্গীর পরিচয় ফাঁস করেন ‘বরফি’ খ্যাত তারকা। ১লা অগস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। ছেলের জন্মের পর থেকেই এখন তাঁকে ঘিরেই গোটা জগত ইলিয়ানার। অভিনেত্রীর ছেলের নাম কোয়া ফিনিক্স ডলান। মাঝেমধ্যেই একরত্তির ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইলিয়ানা। শুক্রবার থ্যাঙ্কস গিভিং ডে-তে ছেলের ছবি শেয়ার করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়ানা। ঘুমন্ত কোয়ার একটি ছবি শেয়ার করেন ইলিয়ানা।
ছবিতে নায়িকার সাড়ে তিন মাসের শিশুপুত্রর দেখা মিলল আসমানি নীল ব্ল্যাঙ্কেট জড়ানো অবস্থায়। ছাই রঙা টুপিতে মাথা ঢাকা, কিউটনেস ঝরে পড়ছে গোটা ছবিতে।

ইলিয়ানা পুত্রের ঝলক
ইলিয়ানার সঙ্গীর নাম মাইকেল ডলান। সূত্রের খবর, ইলিয়ানা মোটেই অবিবাহিত নয়! প্রেগন্যান্সির খবর ফাঁস করবার পরের মাসেই নাকি চুপিসাড়ে বিয়ের পর্ব সেরে নিয়েছিলেন তিনি। ডিএএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে চলতি বছর ১৩ই মে নাকি মাইকেল ডলানের সঙ্গে বিয়ের পর্ব মিটিয়ে ফেলেছেন ইলিয়ানা।
ইলিয়ানাকে ভালোবাসায় মুড়ে রেখেছেন তাঁর সন্তানের বাবা। মাইকেলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এর আগে এক পোস্টে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আরও সহৃদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার ঢাল হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে আগলে রাখে আর চোখের জল মুছে দেয়। আমাকে হাসাতে মজাদার কথা বলে। আমাকে জড়িয়ে ধরে শান্ত করে। ও জানে আমার কী প্রয়োজন।’
রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন, তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার। দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে, তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পরে ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল, তবে সেই সম্পর্কও পরিণতি পায়নি। আপতত স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন নতুন মা।