বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukerji-Pathan: 'পাঠান না হিট হলে যশ রাজ ফিল্মস শেষ হয়ে যেত, সেসময় আমি আমার স্বামীকে…', অকপট রানি

Rani Mukerji-Pathan: 'পাঠান না হিট হলে যশ রাজ ফিল্মস শেষ হয়ে যেত, সেসময় আমি আমার স্বামীকে…', অকপট রানি

শাহরুখ-আদিত্য-রানি

‘পাঠান’ না হিট হলে যশ রাজ ফিল্মস খুবই খারাপ পরিস্থিতিতে থাকত। প্রসঙ্গত, ২৫০ কোটি টাকা খরচে তৈরি হয়েছিল 'পাঠান'। এই ছবি হিট না হলে বলিউড আবার ঘুরে দাঁড়াতে পারবে সেই আশাটাই শেষ হয়ে গিয়েছিল।

করোনা পরবর্তী সময়ে অনেককিছুই বদলে গিয়েছে। এই সময়ের প্রভাব পড়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইন্ডাস্ট্রি। করোনা পরবর্তী সময়ে সিনেমাহল খুলেছিল ঠিকই, তবে তখন দর্শক সিনেমাহলে যাওয়া একপ্রকার বন্ধ করে দিয়েছিল। বলিউডের নামী যশ রাজ ফিল্মসের মতো প্রযোজনা সংস্থাও আর্থিকভাবে ধুঁকছিল। কারণ, সেসময় যশ রাজের ব্যানারে তৈরি ছবিগুলি ব্যাক টু ব্যাক ফ্লপ। সম্প্রতি FICCI ফ্রেম ২০২৪-এর অনুষ্ঠানে যশ রাজ ফিল্মস এবং ব্যক্তিগত বেশকিছু বিষয়ে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্ত্রী, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

রানি অকপটে জানিয়েছেন, ‘পাঠান’ না হিট হলে যশ রাজ ফিল্মস খুবই খারাপ পরিস্থিতিতে থাকত, একপ্রকার ডুবে যেত। প্রসঙ্গত, ২৫০ কোটি টাকা খরচে তৈরি হয়েছিল 'পাঠান'। এই ছবি হিট না হলে বলিউড আবার ঘুরে দাঁড়াতে পারবে সেই আশাটাই একসময় শেষ হয়ে গিয়েছিল। 

সাক্ষাৎকারে রানি মুখোপাধ্যায় বলেন, ‘আদি (আদিত্য চোপড়া) মহামারী চলাকালীন অনেক ছবির মুক্তি বন্ধ করে দিয়েছিল। কারণ ও চায়নি যে ছবিগুলি ফ্লপ হোক। অনেকেই ওকে OTT-তে এই ছবিগুলি মুক্তির পরামর্শ দিয়েছিলেন। তবে ও ধৈর্য ধরেছিল। আমি সেই সময় আমার স্বামীকে খুব কাছ দেখেছি যে ও কতটা শান্ত, ধীর হয়ে সবকিছু সামলেছে। ও বলত, যে এই ছবিগুলি বড় পর্দার জন্যই তৈরি করা হয়েছে, আর তাই শুধুমাত্র বড়পর্দাতেই ছবিগুলি মুক্তি পাবে আদিকেও OTT-র জন্য প্রচুর অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ও এই বিষয়ে দৃঢ় ছিল যে ছবিগুলি বড়পর্দাতেই মুক্তি দেওয়া হবে এবং বক্স অফিসে ছবিগুলি হিটও করবে৷'

রানি আরও বলেন, 'মহামারীর সময় আদিত্যকে সারা রাত জেগে নানান পরিকল্পনা করতে দেখেছি। ওর একটাই চেষ্টা ছিল যে কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে হবে। সেসময় কোম্পানির সঙ্গে যুক্ত অনেকেই হতাশায় ভুগছিলেন। তবে আমার স্বামী ধৈর্য ধরে রেখেছিলেন। তারপর একটা সময় এল যখন 'পাঠান' মুক্তি পায়। আর সেই 'পাঠান'-এর হাত ধরেই যশ রাজ ফিল্ম আবারও ঘুরে দাঁড়ায়। তাই আমি আমার স্বামীর ধৈর্যকে সালাম জানাই। যাঁরা সিনেমা বানান তাঁদের নিজের সেই সৃষ্টির প্রতি অবশ্যই আস্থা রাখতে হবে। পাঠান সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই ছবিই আবার সিনেমার পথ খুলে দেয়।'

প্রসঙ্গত ২৫০ কোটি টাকায় তৈরি ‘পাঠান’ ছবিটি বক্স অফিসে প্রায় ১০৫০ কোটি টাকা আয় করে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন। ছবিটি ব্লকবাস্টার হয়। 'পাঠান'-এর আগে ‘সম্রাট পৃথ্বীরাজ’ সহ বহু ছবিই বক্স অফিসে ফ্লপ করেছিল।

বায়োস্কোপ খবর

Latest News

বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের হাওড়ায় পুলিশের হাতে গ্রেফতার পুলিশেরই কনস্টেবল সহ ৩! পানশালায় অশান্তির অভিযোগ এবার পরিবহণ দফতরে অনলাইনে আর্থিক লেনদেন করতে হবে, জারি নয়া নির্দেশিকা ডিভোর্সি, মাসে আয় দশ হাজার, আবদার বরের থাকবে মোটা আয়, ঘোরাতে হবে সারা বিশ্ব! মমতার সঙ্গে 'শেষবারের' বৈঠকে জুনিয়র ডাক্তাররা, কী আলোচনা? দাবি মানবে সরকার? আগামিকাল বিশ্বকর্মাপুজো ২০২৪ কেমন কাটবে? রইল ১৭ সেপ্টেম্বরের রাশিফল হোটেলে এসে ৫০ কোটির ঘড়ি থেকে গিরগিটি, নানাবিধ বস্তু ফেলে যান গ্রাহকরা মহিলার সম্মতি নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলেও তা ধর্ষণ বলে গণ্য হতে পারে, যদি...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.