বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘রুচি’ নিয়ে টুইটারে বাকযুদ্ধ বাংলা ছবির দুই পরিচালক- সৃজিত ও সুমনের

‘রুচি’ নিয়ে টুইটারে বাকযুদ্ধ বাংলা ছবির দুই পরিচালক- সৃজিত ও সুমনের

টুইটারে বাকযুদ্ধে জড়ালেন সৃজিত-সুমন 

টুইটারে বাকযুদ্ধে জড়ালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সুমন ঘোষ। যত কাণ্ড ‘রুচি’ ঘিরে!

গত বুধবারেই পরিচালনায় দশ বছর পার করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন অটোগ্রাফ মুক্তির এক দশক পূর্তি। সকাল থেকেই ভেসে এসেছে অজস্র শুভেচ্ছা বার্তা | স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন পরিচালক। কিন্ত অর্থনীতির শিক্ষক তথা পরিচালক সুমন ঘোষ টুইটারে সৃজিতকে শুভেচ্ছা জানাতেই সমস্যার সূত্রপাত হয়। বাস্তবিকে সেই ৫টি বাক্যের টুইটে সৃজিতের ‘রুচি’ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর এতেই মনোক্ষুণ্ন সৃজিত, তিনিও পালটা জবাব দেন সুমনকে। সেই নিয়েই শুরু তর্ক-বিতর্ক। যা দেখে হতবাক অনুরাগীরা। 

সুমনের টুইটের টুইটের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘বাংলা চলচ্চিত্রে তোমার অবদানের জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু তোমাকে নিজের স্কোরকার্ড এ ভাবে প্রচার করতে দেখে কিছুটা অস্বস্তি হচ্ছে। এই পেশার সঙ্গে যুক্ত কাউকে আগে এ রকম করতে দেখিনি। তবে আমি বিদ্বেষ থেকে এ কথা বলছি না। পুরোটাই হয়তো রুচির উপর নির্ভরশীল’। উল্লেখ্য , সুমন তাঁর বক্তব্য রাখেন সৃজিতেরই একটি টুইট শেয়ার করে। সেই টুইটে সৃজিত দর্শকদের ধন্যবাদ জানিয়েছিলেন ১০ বছর ধরে তাঁর পাশে থাকার জন্য। টুইটের শুরুতেই ছিল সৃজিতের সাফল্যের পরিসংখ্যান। গত ১০ বছরে তিনি পরিচালক হিসেবে কী কী সাফল্য পেয়েছেন তার লম্বা ফিরিস্তিও দিয়েছিলেন পরিচালক। লিখেছিলেন, ‘১০ বছর। ১৮টি ছবি। ২টি ওয়েব ফিল্ম। ১টি ওয়েব সিরিজ। ১৭টি রিলিজ। ১৪টি সুপারহিট। ১৭৭টি পুরস্কার। ৫৯টি ফিল্ম ফেস্টিভ্যাল’।

আর এইখানেই আপত্তি তুলেছেন সুমন। তাঁর বক্তব্য, এ ভাবে নিজের সাফল্যের তালিকা দেওয়াটা 'রুচি’ বিরুদ্ধ। ছেড়ে কথা বলেননি সৃজিতও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিয়েছেন সুমনকে। লিখেছেন, ‘একজন পরিসংখ্যানবিদ/অর্থনীতিবিদের থেকে এ রকম কথা শুনে অবাক হচ্ছি। যে মানুষ অন্যের বক্স অফিস ফিগার জানতে বা সাফল্যকে সেই নিরিখে বিচার করতে করতে কুণ্ঠাবোধ করেন না, তিনি এমন কথা বললে অবাক লাগে। কিন্তু এটা রুচিবোধের বিষয়। সেটা সকলের এক নয়’।

সৃজিতের সেই টুইটে কথায় সুমনের জবাব, ‘সাফল্যের কথা নিশ্চয়ই বলবে। তবে যে সফল সে নিজে বলবে না। বলবে অন্যরা’। পাশাপাশিই অবশ্য সুমন পরিষ্কার জানান, তিনি সৃজিতের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন না। তাঁর টুইট, ‘এই বিষয়টা হল, সচিন তাঁর দেশের জন্য কতগুলি সেঞ্চুরি করেছেন, সে কথা তাঁর নিজেরই গর্ব করে বলার মতো। সে কথা তো বাকিরা বলবে’। সুমন জানিয়েছিলেন, তিনি কোনও বিদ্বেষ থেকে এ কথা বলছেন না। পাল্টা খোঁচা দিয়ে সৃজিতের উত্তর, ‘নিশ্চয়ই আপনার উপলব্ধি কোনও বিদ্বেষ, হিংসা বা নিরাপত্তাহীনতা থেকে আসেনি। কেনই বা আসবে’?

আপাতত এখানেই থমকে আছে টুইটার যুদ্ধ. তবে এর জল কোথায় গড়ায় সেটাই দেখার। সুমন এবং সৃজিত- দু’জনেই টলিউডের সফল পরিচালক। আমেরিকা প্রবাসী সুমনের ঝুলিতে রয়েছে ‘পদক্ষেপ’, ‘দ্বন্দ্ব’, ‘নোবেল চোর’-এর মতো ছবি। ২০০৬ সালে ‘পদক্ষেপ’-র জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। অন্যদিকে, সৃজিত তাঁর প্রথম ছবি থেকেই সাড়া ফেলেছিলেন। ‘অটোগ্রাফ’ থেকে ‘ দ্বিতীয় পুরুষ’— দর্শক পছন্দ করেছেন তাঁর বেশির ভাগ ছবিকে। 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলার সুফল, Women's T20 Rankings-এ বড় লাফ শেফালি-রাধার 'সকলের গলারই লকেট,' হুগলিতে কেন প্রার্থী করা হল রচনাকে? সবটা জানালেন মমতা আইএসএফের ডেরায় ঢুকে মানুষের মন জয় সৃজনের, বাক্যবাণ সহ্য করে বার্তা, ‘‌আমি আছি’‌ ‘শাকিব-বুবলির বিয়েই হয়নি’, চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের প্রযোজক ইকবালের ঔরাঙ্গাবাদ, ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় বম্বে হাইকোর্টের ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা বকাঝকা করব, কিন্তু পাশে থাকব-আমেঠি, রায়বরেলিতে কর্মীদের বার্তা প্রিয়ঙ্কা বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু বহু নারীর হার্টথ্রব, করেছেন বিজ্ঞানীর চরিত্রও, মিনি মাথুরের পাশে এই অভিনেতা কে? আরামবাগে মমতার মঞ্চে উঠতে পারলেন বিদায়ী সাংসদ, ক্ষোভে বোমা ফাটালেন আফরিন আলি

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.