শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মঙ্গলবারই ঘোষণা করেছে মহিলা টি২০-র ক্রমতালিকা। সেই ক্রমতালিকায় বেশ খানিকটা উন্নতি হয়েছে ভারতীয় মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য। ডানহাতি হার্ড হিটার ব্যাটার শেফালি বর্মার যেমন উন্নতি হয়েছে, তেমন উন্নতি হয়েছে বোলার রাধা যাদবেরও। শেফালি বেশ কয়েক ধাপ উঠে এসেছেন। তিন ধাপ উঠে এই মুহূর্তে তিনি রয়েছেন ১২ নম্বরে। সদ্য বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে ভারত। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শেফালি বর্মা। তার পুরস্কার তিনি পেলেন আইসিসি দ্বারা প্রকাশিত এই নয়া তালিকায়।
বাংলাদেশের বিরুদ্ধে যে টি-২০ সিরিজে ভারত খেলে সেই সিরিজে ৪ ইনিংসে ৮৪ রান করেছেন শেফালি বর্মা। সব থেকে বেশি উন্নতি হয়েছে রাধা যাদবের। তিনি নয়া ক্রমতালিকায় ১৬ ধাপ উঠে এসেছেন। ফলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বোলারদের তালিকায় যৌথ ভাবে ৩০ নম্বরে উঠে এলেন তিনি। বাংলাদেশ সিরিজে তিনি নিয়েছেন ৭ উইকেট। গড় ১০-র একটু বেশি। দুরন্ত পারফরম্যান্স করার পুরস্কার হিসেবেই তাঁর ক্রমতালিকায় এতটা উন্নতি হল। টি-২০ অলরাউন্ডারের ক্রমতালিকায় প্রত্যাশা মতোই শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার হেইলি ম্যাথুজ। টি-২০ বোলারদের যে তালিকা রয়েছে তাতে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। সোফির ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছেন সাদিয়া ইকবাল।
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন হেইলি ম্যাথুজ। এই সিরিজে তিনি ২০৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন সাতটি উইকেটও। তিনি টি-২০'তে তিনটি ক্যাটাগরিতেই (ব্যাটার, বোলার, ফিল্ডার) বেশ ভালো জায়গায় রয়েছেন। টি-২০ বোলারদের তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ব্যাটারদের তালিকায় তাঁর স্থান তিন নম্বরে এবং অলরাউন্ডারদের তালিকায় তিনি রয়েছেন এক নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সেমাইন ক্যাম্পবেল ১৬ ধাপ উঠে ব্যাটারদের তালিকায় রয়েছেন ৭০ নম্বরে। বোলারদের তালিকায় অ্যামি ফ্লেচার ১৬ ধাপ উঠে রয়েছেন ২৫ নম্বরে।