Neem Phooler Madhu: পর্ণার উদ্যোগে র্যাম্প শোয়ে বদলে গেল ‘নিম ফুলের মধু’র সেট, শো স্টপার বর্ষীয়ান লিলি চক্রবর্তী
Updated: 28 Jul 2023, 09:56 PM ISTবাংলা ধারাবাহিক 'নিম ফুলের মধু' সেট তাই হঠাৎ বদলে হয়ে গিয়েছিল র্যাম্প। সেখানেই শাড়িতে নানান রকম সেজে হাজির হয়েছিলেন দত্ত বাড়ির সদস্যরা। পর্ণার উদ্যোগে আয়োজিত র্যাম্প শোয়ে শো-স্টপার হিসেবে ধরা দেবেন দত্ত বাড়ির বর্ষীয়ান সদস্য 'হেমনালিনী' ওরফে লিলি চক্রবর্তী।
পরবর্তী ফটো গ্যালারি