Phulki-Janmashtami: জন্মাষ্টমীর আনন্দের মাঝেই চুরি যাবে সোনার গোপাল, ফুলকির সঙ্গে মিলে খুঁজবে পর্ণা! কী ঘটবে?
Updated: 05 Sep 2023, 09:54 PM ISTফুলকির মহামিলন পর্বে আসছে ‘নিম ফুলের মধু’র পর্ণা, এই পর্বে জন্মাষ্টমীর মাঝেই চুরি হবে সোনার গোপাল। এই বিষয়টি খেয়াল করবে পর্ণা এবং ফুলকি। তারাই দুজনে মিলে কীভাবে সেই গোপাল উদ্ধার করবে, সেটাই এবার এই বিশেষ মহামিলন পর্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
পরবর্তী ফটো গ্যালারি