মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট অতি উত্তম। গত সপ্তাহ গোটাটাই হাউজফুল গিয়েছে এই ছবির। এখন দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর হবে নাই বা কেন, দীর্ঘ ৪৪ বছর পর যে নতুন বাংলা ছবিতে আবারও বাংলার, বাঙালির আবেগ, রোম্যান্টিক হিরো, মহানায়ক উত্তম কুমারকে দেখা গিয়েছে। দর্শক, সমালোচকদের থেকে প্রশংসাও পেয়েছে এই ছবিটি। কিন্তু একি অতি উত্তম নিয়ে যে একেবারেই অন্য সুর শোনা গেল টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের গলায়।
অতি উত্তম নিয়ে কী বললেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়?
এদিন সোশ্যাল মিডিয়ায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেন অতি উত্তম নিয়ে। সেখানে তিনি লেখেন, 'অতি উত্তম চলচ্চিত্র এসেছে (পরিচালক সৃজিত বাবু)। সবাই উত্তম উত্তম করছে। উনি (পরিচালক) দারুণ একটা কাজ করেছেন এতে কোনও সন্দেহ নেই। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই যুগ ফিরিয়ে আনতে পারবেন না। এই যুগে সেটা সম্ভবও নয়! সেই প্রযোজক, সেই সংলাপ , সেই গল্প, সেই চিত্রনাট্য, সেই গান, সেই গীতিকার, সেই সুরকার, সেই গায়ক, সেই পরিচালক, সেই সমপাদক , সেই সব সহ অভিনেতা, সেই দর্শক, সেই সব মানুষ যারা ক্যামেরার পেছনে কাজ করতেন (আসল নায়ক) তাঁরা কেউ নেই।'
আরও পড়ুন: পরনে নীল চুড়িদার, ছাদে উদভ্রান্তের মতো দাঁড়িয়ে কাজল, কী হয়েছে!
একই সঙ্গে তিনি আরও লেখেন, 'উনি (উত্তম কুমার) কতটা অসহায়, একা সেটা বোঝা গেল। এ যেন একটা ফুলের বাগান থেকো একটা ফুল এনে বসিয়ে দেওয়া হয়েছে। সুতরাং অনেক তো হল গুরুকে নিয়ে ব্যবসা বন্ধ হোক। তেমন হলে ওঁর আসল ছবিগুলো সুন্দর করে, রঙিন করে, ধুমধাম করে বাণিজ্যিক হলে পুনরায় রিলিজ করা হোক। সুন্দর (ফালতু নয়) ব্যবসা দেবে। আপনাদের উত্তম হোক।'
এদিন একটি সাক্ষাৎকারে ভাস্কর বন্দ্যোপাধ্যায় অতি উত্তম নিয়ে বলেন, 'সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে উত্তম কুমার বড়ই অসহায়। কোনও ভালো নেই, কারও অভিনয় ভালো না গোটা ছবিতে। বালখিল্য করা হয়েছে। মহানায়কের কোনও ক্ষতি হবে না, বাংলা ছবি আরও অধঃপতনে যাবে। এত লেজেন্ড থাকতে বারবার উত্তম কুমার কেন? উনি এখনও বিক্রয়যোগ্য বলে?'
আরও পড়ুন: বাবার দেখানো পথেই এবার শুদ্ধ! বড় পর্দায় পা রাখছেন চঞ্চল চৌধুরীর ছেলে
অতি উত্তম প্রসঙ্গে
অতি উত্তম ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, উত্তম কুমার, গৌরব চট্টোপাধ্যায়, প্রমুখ। এই ছবিটি উত্তম কুমারের পুরনো ছবির ক্লিপ কেটে কেটে বানানো হয়েছে। ফলে এটা বানাতে যে দারুণ চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এবং কঠিন পরিশ্রম করতে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী এই ছবিটি প্রথম সপ্তাহে প্রায় ২৪ লাখ টাকার ব্যবসা করেছে মাল্টিপ্লেক্সে।