বিষয়টা যে খুব নতুন এমন কিছু না। আগেও শোনা গিয়েছে। অনেকেরই স্বপ্ন থাকে গ্ল্যামার ওয়ার্ল্ড বা সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার। কিন্তু কোন উপায়ে যুক্ত হওয়া যায় পথ জানা থাকে না অনেকেরই। তখন কিছু এজেন্সি মাধ্যম হিসেবে উঠে আসে। আর বলাই বাহুল্য অধিকাংশই থাকে ভুয়ো। অন্য অভিনেতা পরিচালকদের নাম ব্যবহার করে, তাঁদের নাম ভাড়িয়ে এঁরা সহজ সরল মানুষদের টোপ দেয়। তারপর কাজের কাজ না করে অধিকাংশ সময়ই অপরাধমূলক কাজ ঘটায়। এদিন তেমনই কিছু সবার সামনে নিয়ে এলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। লিখলেন সচেতনমূলক পোস্ট।
পিউ বায়েন নামক এক ব্যক্তি নতুন সিরিয়ালের অডিশনের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেন। আর সেখানে তাঁকে একাধিক তারকার ছবি ব্যবহার করতে দেখা যায় গোটা বিষয়কে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আর তার মধ্যে বলাই বাহুল্য ভাস্বর চট্টোপাধ্যায়ের নাম ছিল। কেবল ভাস্বর নন। তাঁর সঙ্গে পরান বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখের ছবি দেখা যাচ্ছে এই বিজ্ঞাপনে। আর সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার লেখা হয়েছে, 'যারা অডিশন দিতে চান নাম, ঠিকানা এবং ছবি পাঠান। অভিনয় না জানলে শিখিয়ে নেওয়া হবে।' সঙ্গে এই বিজ্ঞাপনে একটি স্টার জলসার লোগো দেখা যায়।
ঘটনাচক্রে এই ছবিটি দেখতে পান ভাস্বর। আর স্বাভাবিক ভাবেই কেউ তাঁর অনুমতি না নিয়েই এভাবে তাঁর নাম এবং ছবি ব্যবহার করায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা। তিনি রেগে গিয়ে এবং একই সঙ্গে সকলকে সচেতন করার জন্য এই বিজ্ঞাপনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি তাঁর এই পোস্টে স্টার জলসাকে মেনশন করতেও ভোলেন না।
ভাস্বর এদিন তাঁর পোস্টে লেখেন, 'ইশ্বর জানেন এই মহিলা কেন আমার নাম ব্যবহার করেছেন। সাবধান, আমি কিন্তু এঁদের সঙ্গে যুক্ত নই।' গোটা বিষয়টা এভাবে সামনে আনার পর অনেকেই সরব হয়েছেন। তাঁরা কেউ কেউ অভিনেতাকে থানায় অভিযোগ দায়ের করতে বলেন।
গোটা বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমাকে ছবিটি একজন পাঠিয়েছিলেন। তিনি জানতে চান আমি সত্যি এই কাজের সঙ্গে। জড়িত কিনা। আমি তখন সকলকে সচেতন করতে ফেসবুকে পোস্ট করি।' অভিনেতা এই প্রসঙ্গে আরও বলেন, 'এখানে আমাদের অনেকেরই ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে কে অডিশন নেবেন সেটা কিন্তু দেওয়া হয়নি। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। বাকিদের সঙ্গে কথা বলে ঠিক করব। আপাতত স্টার জলসাকে পোস্টে ট্যাগ করেছি।'