জমে উঠেছে Bigg Boss 17। বিগ বস থেকে এবার প্রতিযোগীদের কাটছাট করা শুরু হয়েছে। ‘উইকেন্ড কা ভার’ পর্বে বাদ পড়েছেন একজন প্রতিযোগী। মনোনীত প্রতিযোগীদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া শর্মা, নীল ভাট, সানা রইস খান, সানি আর্য খানজাদি, এবং সোনিয়া বনসাল। আর এদের মধ্যে বাদ পড়েছেন সোনিয়া। এদিকে বিগ বস থেকে বের হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন সোনিয়া।
বিগ বস-১৭ থেকে বাদ পড়ার কারণে অবশ্য কোনও আফসোস নেই সোনিয়া বনসলের। তাঁর কথায়, তাঁকে দর্শক বাদ দেননি, তিনি খারাপ খেলছিলেনও না। তিনি বাদ পড়েছেন অন্যান্য প্রতিযোগীদের কারণে। সোনিয়ার সাফ কথা, বিগ বসের বাড়িতে তিনি অনেকের কাছে তেতো হয়ে উঠেছিলেন, আর তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বিগ বসের বাড়িতে থাকলে হয়ত আমি আরও ভালো খেলতে পারতাম, সেটা হল না। তবে আমি কঠোর পরিশ্রম করেছি, কারোর দ্বারা বশীভূত হইনি। আমি মান্নারা বা সানার মতো নই। আমি চাইলে সকলকে উত্তর দিতে পারতাম, তবে আমি নিচে নামতে চাইনি।
বিগ বসের বাড়ি থেকে বের হয়ে প্রিয়াঙ্কা-পরিণীতি চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়াকে নিয়েও মুখ খুলেছেন সোনিয়া। তাঁর কথায় মান্নারা চোপড়া মানুষটাই আসলে 'ভুয়ো', নকল। বিগ বসের বাড়িতে মান্নারাই সবথেকে বেশি নাটক করে। মান্নারা দর্শকের সামনে কেঁদেই বাজিমাত করার চেষ্টা করেন, আসলে সেই কান্নার পিছনে ঠিক কী ঘটেছিল, সেটা তিনি লুকিয়ে রাখেন।
সোনিয়ার কথায়, মান্নারা একদিকে তাঁকে পরিণীতি, প্রিয়াঙ্কার বোন বললে বিরক্ত হন, উত্তেজিত হন। আবার মান্নারা নিজেই কিন্তু বিগ বসের বাড়িতে ঢোকার একদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন উনি প্রিয়াঙ্কা-পরিণীতির বোন। সেকারণেই তো খবর প্রকাশিত হয়েছিল যে প্রিয়াঙ্কা পরিণীতির বোন Bigg Boss-17 তে এন্ট্রি নিচ্ছেন, উনি না জানালে মিডিয়া কীভাবে খবর পাবেন! তাই আমার মনে হয়, উনি এক্ষেত্রে বিষয়টা লুকোতেও চেয়েছিলেন, আবার সকলকে জানাতেও চেয়েছিলেন।
সলমন খান কি পক্ষপাতদুষ্ট? এ বিষয়ে সোনিয়া বলেন, ‘একদম না। আমার সালমানকে বেশ ঠাণ্ডা মাথারই মনে হয়েছিল।’ প্রসঙ্গত, Bigg Boss-এৎ বাড়িতে ১১ তম প্রতিযোগী হিসাবে নাটকীয় এন্ট্রি নিয়েছিলেন সোনিয়া, লেহেঙ্গা পরে, জুতো না পরেই বিগ বসের বাড়িতে ঢুকেছিলেন। তবে সোনিয়ার কথায়, তাঁর সঙ্গে এক্কেবারে শেষমুহূর্তে যোগাযোগ করা হয়েছিল, ঠিককরে জামাকাপড়ও গোছাতে পারেননি।