বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌দল যখন সাবালক হয়ে যাবে, তখন সব মসৃণ চলবে’‌, মিট দ্য প্রেসে দাবি সুকান্ত মজুমদারের

‘‌দল যখন সাবালক হয়ে যাবে, তখন সব মসৃণ চলবে’‌, মিট দ্য প্রেসে দাবি সুকান্ত মজুমদারের

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। (PTI)

এই পরিস্থিতি শুধু দার্জিলিংয়ে ঘটেছে এমন নয়। বাঁকুড়া থেকে শুরু করে বীরভূমেও এই সমস্যা আছে। আর তাতেই জর্জরিত বঙ্গ–বিজেপি। এই আবহে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভাল ফল করলে নির্দিষ্ট সময়ের আগেই বিধানসভা ভোট হবে। বয়ঃসন্ধিকালে কিছু সমস্যা হয়।

সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিয়ো সামনে আসার পর থেকে বিজেপি নেতারা বেশ বিপাকে পড়েছেন। তবে সেটা যাতে কেউ বুঝতে না পারে তার জন্য সুর চড়িয়েই চলেছেন। তবে এই ইস্যুতে আর বাড়তি কথা কেউ বলছেন না। এই আবহে বাংলায় দল এখনও ‘সাবালক’ হয়নি বলে কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তাই লোকসভা নির্বাচনের সময়ও বিক্ষোভ, গোঁজ প্রার্থীর সমস্যা বয়ে নিয়ে যেতে হচ্ছে বলে তাঁর মত। যদিও সুকান্তের দাবি, লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করবে।

লোকসভা নির্বাচন আজ তৃতীয় দফায় পৌঁছেছে। তার আগে সোমবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। আর গোঁজ প্রার্থী থেকে শুরু করে দলের নেতাদের পদত্যাগ ও গোষ্ঠীকোন্দল নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘‌দল এখন বেড়ে উঠেছে। বয়ঃসন্ধিকালে কিছু সমস্যা হয়। আমাদের বাড়িতেও তো হয়। দল যখন সাবালক হয়ে যাবে, তখন সব মসৃণ চলবে।’‌ দার্জিলিংয়ে নির্দল প্রার্থী হয়ে দলীয় বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন?‌ জবাবে সুকান্ত বলেন, ‘‌শাস্তি দিলে গুরুত্ব পেয়ে যেতেন। উনি লড়ুন না। কত ভোট পান দেখি। পরের নির্বাচনে উনি টিকিট পাবেন না।’‌

আরও পড়ুন:‌ সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো কি সত্যি?‌ বিজেপির প্রচারে পাঁচজন মহিলার অন্য দাবি

এই পরিস্থিতি শুধু দার্জিলিংয়ে ঘটেছে এমন নয়। বাঁকুড়া থেকে শুরু করে বীরভূমেও এই সমস্যা আছে। আর তাতেই জর্জরিত বঙ্গ–বিজেপি। এই আবহে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভাল ফল করলে নির্দিষ্ট সময়ের আগেই বিধানসভা ভোট হবে। সুকান্ত এদিনও একই কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘‌লোকসভা নির্বাচনে তৃণমূলের চেয়ে বিজেপি যদি একটিও আসন বেশি পায় সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগেই বিধানসভা নির্বাচন হয়ে যাবে।’‌ গত শুক্রবার পুরশুরায় শুভেন্দু বলেছিলেন, ‘‌২০২৬ সালের গল্প নেই। কয়েক মাসের মধ্যে ভোট করাব।’‌ তবে পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, ‘‌এই রাজ্যে বিজেপির আসন দুই সংখ্যা ছুঁতে পারবে না। বিজেপি নেতারা হুমকি দিয়ে ডুবন্ত নৌকা ভাসিয়ে রাখার চেষ্টা করছেন।’‌

এবার সিপিএম ভাল প্রার্থী দিয়েছে। ভোটব্যাঙ্ক ট্রান্সফার আটকাতে লড়াই করছে। যা বিজেপির কাছে অশনি সংকেত। কারণ বামের ভোট রামে গিয়েই ১৮টি আসন হয়েছিল তাদের। এবার সুকান্ত সিপিএমকেও আক্রমণ করেছেন। লোকসভা নির্বাচনে কি সিপিএমকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন? সুকান্ত মজুমদারের কথায়, ‘‌ভোট রাজনীতিতে সিপিএমের এখন কোনও গুরুত্ব নেই। তৃণমূলের সঙ্গে আমরা লড়ছি। রাজনৈতিক লড়াই।’‌

ভোটযুদ্ধ খবর

Latest News

রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.