বাংলা নিউজ > বায়োস্কোপ > Bobby Deol: গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন ববি

Bobby Deol: গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারালেন ববি

প্রয়াত ববি দেওলের শাশুড়িমা

অনেকেই হয়ত জানেন না, ববি দেওল তানিয়া আহুজাকে বিয়ে করেছেন, যিনি মঞ্চে তানিয়া দেওল নামেই পরিচিত। তানিয়া দেওল কোটিপতি ব্যাঙ্কার,, প্রয়াত দেবেন্দ্র আহুজা ও তাঁর স্ত্রী মার্লেন আহুজার মেয়ে। যিনি সেঞ্চুরিয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন এবং 20th Century Finance Company-র এমডিও ছিলেন।

গদর-২ সাফল্যের মাঝেই ‘দেওল’ পরিবারে খারাপ খবর। প্রয়াত ববি দেওলের শাশুড়িমা মার্লেন আহুজার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মার্লেন আহুজা, ৩ সেপ্টেম্বর সন্ধ্যেয় সেই অসুস্থতার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অনেকেই হয়ত জানেন না, ববি দেওল তানিয়া আহুজাকে বিয়ে করেছেন, যিনি মঞ্চে তানিয়া দেওল নামেই পরিচিত। তানিয়া দেওল কোটিপতি ব্যাঙ্কার,, প্রয়াত দেবেন্দ্র আহুজা ও তাঁর স্ত্রী মার্লেন আহুজার মেয়ে। যিনি সেঞ্চুরিয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন এবং 20th Century Finance Company-র এমডিও ছিলেন।

আরও পড়ুন-অনিলজি তো আমাকে ও সানিকে গদর-এ নিতেই চাননি, ওঁর পছন্দ ছিল মমতা ও গোবিন্দা: আমিশা

আরও পড়ুন-মন্দারমণিতে শ্যুটিয়ের ফাঁকে ঠিক কী করছে শিমুল ও তাঁর সঙ্গীরা?

আরও পড়ুন-র‌্যাম্প শো-তে সকলের সামনেই চূড়ান্ত অপমান, কেঁদে ফেলেন কৃতি

<p>প্রয়াত ববি দেওলের শাশুড়িমা</p>

প্রয়াত ববি দেওলের শাশুড়িমা

এদিকে শনিবার, ১ সেপ্টেম্বর, ববি দেওল এবং তাঁর পুরো পরিবার ভাই সানি দেওলের গদর 2-র সাকসেস পার্টিতে ব্যস্ত ছিলেন। গুরুতর অসুস্থতার কারণেই সেদিন মার্লেন আহুজা সেই পার্টিতে যোগ দিতে পারেননি। জানা যাচ্ছে, মার্লেন মৃত্যুতে গোটা দেওল পরিবারই বিধ্বস্ত।

জানা যাচ্ছে, মেয়ে তানিয়া ছাড়াও মার্লিন আহুজার আরও দুই সন্তান রয়েছেন, ছেলে বিক্রম আহুজা ও আরও এক মেয়ে মুণিশা আহুজা।

 

 

বন্ধ করুন