বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhushan Kumar-Rape Case: টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজে 'না' আদালতের

Bhushan Kumar-Rape Case: টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজে 'না' আদালতের

ভূষণ কুমার

ডিভিশন বেঞ্চ জানায়, 'সাধারণত ৩৭৬ ধারার অধীনে, অভিযোগকারিণীর সম্মতিতে এফআইআর বাতিল করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে FIR বা হলফনামাতে দেখা যাচ্ছে তাঁর সম্মতিতেই সেটা করা হয়েছিল। এখানে অভিযোগকারিণী শুধুমাত্র বলছেন তিনি 'পরিস্থিতিগত ভুল বোঝাবুঝির' কারণে আর মামলাটি এগোতে চান না'।

টি-সিরিজ-এর কর্ণাধার ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের মামলা খারিজ করা যাবে না। সাফ জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। নির্যাতিতার সম্মতিতেই ধর্ষণের FIR দায়ের হয়েছে, তাই মামলা খারিজের আবেদন গ্রাহ্য হবে না বলে বুধবার জানিয়ে দিয়েছে আদালত। এর আগে টি-সিরিজের কর্ণধার আবেদন করেছিলেন,অভিযোগকারিণী অভিযোগ তুলে নিয়েছেন, তাই তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার করে নেওয়া হোক।

বিচারপতি এএস গডকড়ি এবং পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, যে শুধুমাত্র অভিযোগকারিণীর সম্মতিই ধর্ষণের অভিযোগে (এফআইআর) তুলে নেওয়ার জন্য যথেষ্ট নয়। ডিভিশন বেঞ্চ জানায়, 'সম্মতির হলফনামাটি বিষয়বস্তু এফআইআর বাতিল করার জন্য যথেষ্ট নয়। সাধারণত ৩৭৬ ধারার অধীনে, অভিযোগকারিণীর সম্মতিতে এফআইআর বাতিল করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে FIR বা হলফনামাতে দেখা যাচ্ছে তাঁর সম্মতিতেই সেটা করা হয়েছিল। এখানে অভিযোগকারিণী শুধুমাত্র বলছেন তিনি 'পরিস্থিতিগত ভুল বোঝাবুঝির' কারণে আর মামলাটি এগোতে চান না'। 

আরও পড়ুন-সুশান্তের সঙ্গে শ্যুটিংয়ের কথা মনে পড়ে, ওঁর মৃত্যু মানতে পারিনি: ভূমিকা চাওলা

আরও পড়ুন-‘যখনই তোমার কেরিয়ার একটু ভালোর দিকে এগোয়, তখনই শুনি তুমি অন্তঃসত্ত্বা!’ মৌসুমীকে বলেছিলেন মহেশ ভাট

এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২ জুলাই ধার্য করা হয়েছে। প্রসঙ্গত বছর ৩০-এর এক মহিলা এর আগে দাবি করেছিলেন, ভূষণ কুমার তাঁকে কাজ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ করেছেন। অভিযোগকারিণীর দাবি ছিল, তাঁর ছবি ও ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে, ২০১৭ সালে থেকে ২০২০ সাল পর্যন্ত ভূষণ কুমার তাঁকে বহুবার ধর্ষণ করেছেন। এরপরই ভূষণ কুমারের বিরুদ্ধে ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের হয়। তবে টি-সিরিজের কর্ণধার ভূষণের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। ২০১৮ সালে #MeToo অভিযোগে অভিযুক্ত ছিলেন ভূষণ কুমার।

 

আরও পড়ুন-(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন