‘দিদি নম্বর ওয়ান’ থেকে, 'দাদাগিরি', ‘সারেগামাপা’, ‘ডান্স বাংলা ডান্স সহ’ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় একাধিক জনপ্রিয় অনুষ্ঠান। গোটা রাজ্য ও এমনকি বাংলার বাইরে থেকেও অনেকসময় এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন বহু মানুষ। অনেকেই জি বাংলার নানান শোয়ে অংশ নিতে উৎসুক। আর তারই সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে কিছু দুর্বৃত্ত। অনেকেই না জেনে-বুঝে এই প্রতারণার ফাঁদে পা দিয়ে বসছেন।
আর এই খবর পৌঁছতেই দর্শকবন্ধু ও অনুরাগীদের সাবধান করল জিং বাংলা কর্তৃপক্ষ। যাতে কেউ এধরনের প্রতারণার ফাঁদে না পড়েন, সেজন্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করা হয়েছে। সাফ জানানো হয়েছে, নিজেরা সাবধান না হলে, এই প্রতারিত হওয়ার দায় চ্য়ানেল কর্তৃপক্ষের নয়।
ঠিক কী লেখা হয়েছে?
জি বাংলার তরফে লেখা হয়েছে, ‘দুর্বৃত্তকারীরা আগ্রহী প্রার্থী, অংশগ্রহণকারী, দর্শকদের ছবি, ফটোগ্রাফ এবং অন্যান্য ব্যক্তিগত ও গোপনীয় বিবরণ শেয়ার করার জন্য প্রলুব্ধ করে, মিথ্যা প্রতিশ্রুতি অথবা আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলির বিভিন্ন অডিশনে তাঁদের নিশ্চিত নির্বাচনের মিথ্য়া আশ্বাসের বিনিময়ে প্রতারণা করছে।’
চ্যানেলের তরফে আরও লেখা হয়েছে, ‘শুধুমাত্র ফটোগ্রাফ এবং ব্যক্তিগত বিবরণ জমা দেওয়া, তাঁদের কোনও অনুষ্ঠানের জন্য নিশ্চিত অডিশন/অংশগ্রহণ/ নির্বাচনের অধিকারী বা সুরক্ষিত করে না। দর্শকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং চ্যানেল কোনওভাবেই দায়বদ্ধ থাকবে না।’
তবে এধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে কিংবা সিনেমা-সিরিয়ালে সুযোগ করে দেওয়ার নামে কিছু দুষ্টুবুদ্ধি সম্পন্ন, সুযোগসন্ধানী লোকজনের হাতে প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে। অনেকক্ষেত্রে টাকা-পয়সা কিংবা অন্য কিছুর বিনিময়ে প্রতারিত হওয়ার অভিযোগও উঠে এসেছে। সম্প্রতিও এধরনের কিছু ঘটনা খবর মিলতেই তাই সাবধান করল জিং বাংলা কর্তৃপক্ষ।