বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi Wedding: রিসেপশনের কার্ডের সাথে বিশেষ উপহার! কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

Adrit-Kaushambi Wedding: রিসেপশনের কার্ডের সাথে বিশেষ উপহার! কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

আমন্ত্রণপত্রের সঙ্গে বিশেষ উপহার, কৌশাম্বিকে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

Adrit-Kaushambi Wedding: ঘোড়ায় চড়তে রাজি নন আদৃত! কৌশাম্বিকে বিয়ে করতে যাবেন থরে চেপে! বিয়ের আর বাকি মাত্র ১৫ দিন। 

অনস্ক্রিন ভাইয়ের সঙ্গে প্রেম নিয়ে মিঠাই ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বিকে। কম ট্রোলিং সহ্য করেননি অভিনেত্রী। কিন্তু শুরু থেকেই প্রেমিকাকে আগলেছেন আদৃত। আর এবার সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার পালা। আগামী ৯ই মে বাজবে আদৃত-কৌশাম্বির বিয়ের সানাই। জুটির বিয়ের কার্ডের ঝলক আগেই হিন্দুস্তান টাইমস বাংলার পাঠক দেখেছে। কিন্তু এবার ফ্যান পেজের দৌলতে প্রকাশ্যে এল আদৃত-কৌশাম্বির রিসেপশনের কার্ড।

কৌশাম্বিকে ঘরে আনতে মুখিয়ে রয়েছে আদৃতের গোটা পরিবার। একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত নায়কের বাবা-মা। কৌশাম্বির বাড়ির তরফে যে আমন্ত্রণপত্র নির্বাচিত হয়েছে তাতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। লাল রঙের উপর সোনালি রঙা ‘শুভবিবাহ’ খচিত কার্ডটিতে দুজনের বিয়ের নির্ঘন্ট সামনে এসেছে। অন্যদিকে রিসেপশনের কার্ডটি কিন্তু একদম ইউনিক।

সাদা খামের ভিতর ট্রান্সপারেন্ট একটি কার্ড। সোনালি কালিতে খোদাই করা রয়েছে আমন্ত্রণ। বিস্তারিত লেখা হয়েছে পাত্র ও পাত্রীর পরিচয়। এরপর জানানো হয়েছে, শনিবার, ১১ই বসবে রিসেপশনের আসর। দক্ষিণ কলকাতার এক ক্লাবেই বধূবরণের অনুষ্ঠান সারবে আদৃতের পরিবার। শুধু কার্ড নয়, আমন্ত্রণপত্রের সঙ্গে অতিথিদের বিশেষ উপহার দিচ্ছেন আদৃত। সেটি হল রূপোর সিদ্ধিপতি গণেশ। ভগবানের আর্শীবাদ নিয়েই নয়া জীবন শুরু করছেন তাঁরা, তাই এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে অতিথিদের জন্য!

দুই পরিবার, কাছের বন্ধুদের নিয়েই শুভকাজটা সারবেন আদৃত-কৌশাম্বি। এই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদক পরিবারও। দু-দিন আগেই আদৃতের বাড়িতে নববর্ষের আড্ডায় একজোট হয়েছিল মিঠাই সিরিয়ালের কলাকুশলীরা। সেখানেই নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলতে দেখা গিয়েছে আদৃতকে।

পর্দর ঠাম্মি, পিসিমণিরা হবু বরের সঙ্গে ঠাট্টা করতে ছাড়েননি এইদিন। কৌশাম্বি এদিন বিয়ের কার্ড তুলে দেন পরিবারের সবচেয়ে জেষ্ঠ্য সদস্য ‘দাদাই’-এর হাতে। বর-কনে দুই পক্ষের তরফেই বিয়েতে নিমন্ত্রিত মিঠাই পরিবার। মজা করে এক মহিলা সদস্যাকে বলতে শোনা গেল, ‘কৌশাম্বি যতই আমাদের নেমন্তন্ন করুক আমরা কিন্তু আদৃতের গাড়ি করে যাব।' এরপরই আদৃতের কাছে প্রশ্ন উড়ে আসে ঘোড়ায় চড়ে কি বিয়ে করতে যাবেন তিনি? জবাবে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘Thar’। হ্যাঁ, পছন্দের এসইউভি গাড়ি চড়েই ‘দিলওয়ালে’ আদৃত তাঁর দুলহানিয়াকে আনতে হাওড়া পৌঁছাবেন। 

হাওড়ার মেয়ে কৌশাম্বি। রামরাজাতলার এক ব্যাঙ্কোয়েটে বসছে বিবাহ বাসর। এই বিয়েতে কি আমন্ত্রিত থাকবেন সৌমিতৃষা? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন! 

 

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.