মাত্র ১৫ বছর বয়সে নিজের বাড়ি কিনলেন শিশুশিল্পী রুহানিকা ধাওয়ান। ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন রুহানিকা। মুম্বইয়ে নিজের জন্য বাড়ি কিনেছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন এই শিশুশিল্পী।
নতুন বাড়ির ছবি পোস্ট করার পাশাপাশি দীর্ঘ নোটে শেয়ার করেছেন রুহানিকা। ‘ইয়ে হ্যায় মোহাব্বতেন’ ধারাবাহিকে রুহানিকা দিব্যাঙ্কা ত্রিপাঠির মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল রুহি ভাল্লা।
আরও পড়ুন: বয়স ৪৮ কে বলবে! হাড়ভাঙা পরিশ্রম জিমে, খাঁজকাটা অ্যাবসের ছবি দিলেন হৃতিক
নতুন বাড়ির চাবি হাতে একটি ছবিতে পোজ দিয়েছেন রুহানিকা। ছবিতে শিশুশিল্পীর বিলাসবহুল বাড়ির ঝলক উঠে এসেছে। ক্যাপশনে একটি দীর্ঘ নোট লিখে, বাড়ি কেনার থেকে ভক্তদের উদ্দেশ্যেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পোস্টে রুহানিকা লিখেছেন যে ‘ওয়াহেগুরু জি এবং আমার বাবা-মায়ের আশীর্বাদের কারণে আমি আমার আনন্দ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি খুব খুশি।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার অনেক বড় স্বপ্ন পূরণ হল। নিজের টাকায় একটি বাড়ি কেনার স্বপ্ন। আমার জন্য একটি বিরাট সাফল্য। আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই স্বপ্ন পূরণে সাহায্য করেছেন।’
'মিসেস কৌশিক কি পাঁচ বাহুঁ' ধারাবাহির দিয়ে ২০১২ সালে নিজের কেরিয়ার শুরু করেন রুহানিকা। 'ইয়ে হ্যায় মোহাব্বতে' থেকে থেকে পরিচয় এবং জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। এই ধারাবাহিকের জন্য সবচেয়ে জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে আইটিএ পুরস্কারও জিতেছেন। টেলিভিশন ছাড়া সিনেমায়ও কাজ করেছেন রুহানিকা। সলমন খানের সঙ্গে 'জয় হো' এবং সানি দেওল অভিনীত 'ঘয়াল ওয়ানস এগেইন'-এ অভিনয় করেছেন।