টলিউডে রাজত্ব করছেন এখন তিনি। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও। রাজনীতির ময়দানেও আছেন। বলুন তো কে?
1/5বলুন তো কার ছবি? বড়দিনে জন্ম এই নায়কের। টলিউডের আজকের প্রজন্মের সবচেয়ে বড় অভিনেতা বললেও ভুল বলা হয় না। শুধু অভিনেতা নন, সফল প্রযোজকও। রাজনীতির ময়দানেও ছাপ ফেলেছেন।
2/5ঠিকই ধরেছেন এই ছবি দেবের। ছোট থেকে বড়-- সব বয়সীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। টলিউডকে দিয়েছেন একের পর এক হিট। তবে কেরিয়ারের শুরুটা কিন্তু অতটাও মসৃণ ছিল না। বাবার ছিল টিফিন সার্ভিস। তাঁর বাংলা উচ্চারণ নিয়েও হয়েছে একাধিক ট্রোল। কিন্তু বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। যত দিন যাচ্ছে, পায়ের জমিটা যেন ততটাই পাকা করছেন।
3/5শুধু অভিনেতা-প্রযোজক নন কিন্তু, তৃণমূলে কংগ্রেসের বিধায়ক। আর তাঁর রাজনৈতিক কেরিয়ার এখনও দাগহীন। বিপক্ষকে নিয়ে সমালোচনা করলেও, কটুক্তি কেউ শোনেনি তাঁর মুখে। করেন না রাজনীতির নামে ব্যক্তিগত আক্রমণও। তাই হয়তো দলীয় রং নির্বিশেষেই ভালোবাসা পান জনগণের থেকে, ভক্তদের থেকে।
4/5বড়দিনেই মুক্তি পেয়েছে প্রজাপতি। এই ছবিতে দেব-মিঠুনকে দেখা গিয়েছে বাবা-ছেলের ভূমিকায়। এই ছবির প্রযোজকও তিনি। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এই ছবিখানা।
5/5তাঁর আর রুক্মিণী মৈত্রের প্রেম নিয়েও কম চর্চা হয় না। প্রজাপতির প্রোমোশনে মিঠুন তো বলেই বসেছেন, দেব বিয়ে করতে ভয় পান। বাড়ি থেকে বারবার বলা সত্ত্বেও নাকি রাজি হচ্ছেন না। এমনকী, রুক্মিণীর কথাও শুনছেন না।