সুন্দরী বিমনসেবিকাদের কাণ্ডকারখানায় মজে সকলে। সদ্যই মুক্তি পেয়েছে বলিউডের তিন বিখ্যাত অভিনেত্রীর ছবি ক্রু। আর বক্স অফিসে এখন এই মহিলা কেন্দ্রিক ছবিই ছড়ি ঘোরাচ্ছে। চলতি বছরের মুক্তি পাওয়া সব ছবির প্রথম উইকেন্ডে আয়ের নিরিখে এটি রয়েছে তৃতীয় স্থানে। ফলে বুঝতেই পারছেন মাত্র তিন দিনেই হিট ক্রু। কিন্তু বিশ্বজুড়ে কত আয় করল করিনা, কৃতি এবং টাবুর ছবি?
ক্রু ছবির বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশন
মাত্র তিনদিনে ক্রু ছবিটি বিশ্বজুড়ে ৬২ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে। সূত্রের খবর অনুযায়ী কৃতি শ্যানন, করিনা কাপুর এবং টাবু অভিনীত এই ছবিটির বাজেট ছিল ৬০ কোটি টাকা। ফলে এটা যে তিনদিনেই হিট করে গেল সেটা বলা চলে।
আরও পড়ুন: অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে মিতিন মাসি, চোট পাওয়ায় হাতে প্লাস্টার করতে হয় কোয়েলের
আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন পার্ণো? বললেন, 'সুযোগ পেলেই...'
রবিবার বিশ্বজুড়ে ক্রু ছবিটি ২১.৪০ কোটি টাকা আয় করেছে। প্রথম দিন এই ছবি ভারতীয় বক্স অফিসে ১০ কোটি ২৮ লাখ আয় করেছিল। আর গীতা বিশ্বের আয়ের নিরিখে সেটা ছিল ২০.০৭ কোটি টাকা। কোনও মহিলাকেন্দ্রিক ছবি হিসেবে এটাই প্রথম ছবি যা মুক্তি পেতেই এই বিপুল পরিমাণ আয়ের মুখ দেখল।
দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ক্রু ১০.৮৭ কোটি টাকা আয় করেছে, এবং বিশ্বজুড়ে ২১.০৬ কোটি টাকা। রবিবার ভারতের বক্স অফিসের আয় এই ছবির ক্ষেত্রে বেড়ে হয় ১১.৪৫ কোটি টাকা। এবং বিশ্বজুড়ে সেই পরিমাণটা হল ২১.৪০ কোটি টাকা। ফলে বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ক্রু ৬২ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে। আর এই তথ্য ছবির প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয়েছে।
আরও পড়ুন: অরিজিতের জন্যই শাহরুখের ছবি থেকে বাদ পড়ে শানের গান! বিস্ফোরক অভিযোগ 'অবহেলিত' গায়কের
কী লিখেছে ক্রু-র প্রোডাকশন হাউজ?
এদিন বালাজি মোশন পিকচার্সের তরফে লেখা হয় 'আমাদের ক্রুতে যোগ দিন সোমবারের ব্যস্ততা কাটাতে। আজই টিকিট বুক করে উড়ে যান আমাদের সঙ্গে।' আর সেই পোস্টেই উল্লেখ ছিল যে তিনদিনে এই ছবিটি ৬২.৫৩ কোটি টাকা আয় করেছে।
ক্রু প্রসঙ্গে
ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে।